Babul ভালো সংগঠকও নন, রাজনীতিকও নন, BJP-র ভোটে কোনও প্রভাব পড়বে না: Suvendu

না গেলেই ভালো করত। যাওয়ার পদ্ধতিটা আশা করিনি, বললেন শুভেন্দু (Suvendu Adhikari)। 

Updated By: Sep 18, 2021, 11:58 PM IST
Babul ভালো সংগঠকও নন, রাজনীতিকও নন, BJP-র ভোটে কোনও প্রভাব পড়বে না: Suvendu

নিজস্ব প্রতিবেদন: বাবুল সুপ্রিয় যে রাজনীতির মাঠে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন, তা জানত না বিজেপি (BJP)। সেটা স্পষ্ট হল সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বক্তব্যে। বাবুলের এই যাওয়াকে গুরুত্ব দিতে নারাজ তিনি। বলে দিলেন,'বাবুল ভালো বন্ধু। তবে ভালো সংগঠক বা রাজনীতিক নন। কোনও প্রভাব পড়বে না।'   
        
এ দিন শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, 'বাবুল সুপ্রিয় ভালো বন্ধু। আমাদের জন্ম তারিখ, মাস, সাল একই। ইংরেজি ও হিন্দি বলতে পারদর্শী। ভালো গান করে। না গেলেই ভালো করত। যাওয়ার পদ্ধতিটা আশা করিনি। আমি মন্ত্রিসভা, বিধানসভা এমনকি দলের সদস্য পদ থেকে পদত্যাগ করেছি আগে। সবাইকে বলে চলে গেলে ভালো লাগত। ও নিজেই বলেছে মেয়ের ভর্তিটা ভালো জায়গায় করে দিয়েছে। আরও যা যা চাইছিলাম সব দেবে বলেছে। সেটা অবশ্য ওঁর ব্যক্তিগত ব্যাপার।' 

আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী। শুভেন্দুর (Suvendu Adhikari) কথায়,'না করে উপায় নেই। বিধানসভা নয় এটা লোকসভার স্পিকার। দলত্যাগবিরোধী আইন প্রয়োগ হবে।' বাবুল চলে যাওয়ায় কোনও প্রভাব পড়বে না বলেও মনে করেন বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য,'রাজনীতিতে কোনও প্রভাব নেই। আসানসোল কেন পশ্চিমবঙ্গের একজন বুথ সভাপতিও ওঁর সঙ্গে যাবেন না। এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। বিজেপির ভোটেও কোনও প্রভাব পড়বে না। ভালো সংগঠকও নন। টালিগঞ্জে তৃতীয়স্থান পেয়েছেন। বিজেপির এত দুরাবস্থা ছিল না! সংগঠক হলে লড়াই দিতে পারতেন। ৫০-৫৫ হাজার ভোটে হেরেছেন। সিপিএমের কিছু ছিল না তা-ও দ্বিতীয় হয়ে গিয়েছে। বাবুল ভালো সংগঠক নন। রাজনীতিকও নন। তবে ভালো বন্ধু।'   

আরও পড়ুন- Babul: রাজ্যের মন্ত্রী না রাজ্যসভার সাংসদ! TMC-তে কোন পজিশনে খেলবেন বাবুল?

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.