অধিবেশন এড়াতেই কি হাসপাতালে ভর্তি তাপস?

সংসদে গরহাজির তাপস পাল। তিনি কলকাতায় হাসপাতালে ভর্তি। বিরোধীদের অভিযোগ, এটা আসলে সংসদ এড়ানোর কৌশল। তাঁর কদর্য-অশ্লীল মন্তব্যে অস্বস্তিতে পড়া তৃণমূল কংগ্রেস এভাবেই মুখরক্ষার চেষ্টা করছে। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে আগেই তাপস পালকে বলা হয়েছিল আপাতত সংসদে না যেতে।

Updated By: Jul 7, 2014, 09:27 PM IST

সংসদে গরহাজির তাপস পাল। তিনি কলকাতায় হাসপাতালে ভর্তি। বিরোধীদের অভিযোগ, এটা আসলে সংসদ এড়ানোর কৌশল। তাঁর কদর্য-অশ্লীল মন্তব্যে অস্বস্তিতে পড়া তৃণমূল কংগ্রেস এভাবেই মুখরক্ষার চেষ্টা করছে। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে আগেই তাপস পালকে বলা হয়েছিল আপাতত সংসদে না যেতে।

বিরোধীদের বাড়িতে দলের ছেলেদের ঢুকিয়ে রেপ করিয়ে দেবেন। প্রকাশ্য জনসভায় এমন মন্তব্যের পরেও এক চিঠিতেই তাঁকে ক্ষমা করেছে দল। তবে তখনই সিদ্ধান্ত হয়েছিল, সংসদের অধিবেশনে আপাতত পাঠানো হবে না তাপস পালকে।

বিরোধীদের অভিযোগ, দলের সাংসদকে সামনে আনতে লজ্জিত তৃণমূল। তাই সংসদ থেকে তাঁকে সাময়িক দূরে রাখার সিদ্ধান্ত। তাঁদের প্রশ্ন, যদি মুখরক্ষাই উদ্দেশ্য হয়, তাহলে কেন তাপস পালকে কোনও রকম শাস্তি দিল না দল? সব মহলে সমালোচিত হলেও কি কারণে ছাড় দেওয়া হল তাঁকে?

যাকে নিয়ে এত কাণ্ড, সেই তাপস পাল কলকাতায় হাসপাতালে ভর্তি। জ্বর, পিঠে ব্যথা, উচ্চ রক্তচাপ সহ একাধিক সমস্যা রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাপস পালকে শুয়ে থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকরা।

একদিকে যখন তাপস পালের বিরুদ্ধে সরব বিরোধীরা, তখন বাজেট অধিবেশনের শুরুতে তাপসকাণ্ডে সোমবার উত্তাল হয়ে ওঠে সংসদ চত্বর। তৃণমূল সাংসদকে গ্রেফতারের দাবিতে একাধিক মহিলা সংগঠন বিক্ষোভ দেখায়। পরে নিরাপত্তারক্ষীরা গিয়ে তাঁদের হঠিয়ে দেয়। শুধু সংসদ চত্বর নয়, তাপস পালের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে মহিলা সংগঠনগুলি।

.