১৮ জানুয়ারি থেকে টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হবে, একতরফা সিদ্ধান্ত রাজ্য সরকারের
৮০০ মিটার লম্বা টালা ব্রিজ ভাঙতে খরচ হবে প্রায় ৩০ কোটি টাকা।
নিজস্ব প্রতিবেদন : টালা জটেও রাজ্য-রেল চাপানউতোর। ১৮ জানুয়ারি থেকেই ভাঙা হবে ব্রিজ। একতরফা সিদ্ধান্ত নবান্নের। রেলের অংশ কবে ভাঙবে, না জানানোয় ৪ জানুয়ারি পেরিয়ে গেলেও আটকে কাজ। আর সময় নষ্ট না করে টেন্ডার ডাকল পূর্ত দফতর।
একতরফা ভাবে টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য সরকার। ঠিক হয়েছে, ১৮ই জানুয়ারি টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হবে। ৮০০ মিটার লম্বা টালা ব্রিজ ভাঙতে খরচ হবে প্রায় ৩০ কোটি টাকা। ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে পূর্ত দফতর।
নবান্ন সূত্রে খবর, রেলের অংশ কবে ভাঙা হবে কর্তৃপক্ষ তা জানায়নি। সেই কারণে ৪ জানুয়ারি দিন ঠিক করেও টালা ব্রিজ ভাঙার কাজ স্থগিত রাখে রাজ্য। এতদিন অপেক্ষার পরও রেলের তরফে সাড়া না পেয়ে এবার একাই ব্রিজ ভাঙার কাজ শুরু করে দিতে চায় পূর্ত দফতর। রেললাইনের ওপরের অংশ রাজ্যই ভাঙবে বলে ঠিক করেছে।
আরও পড়ুন - NRC, CAA ছিঃ, ছিঃ, ছিঃ, NRC, CAA ছিঃ, ছিঃ, ছিঃ, 'প্রতিবাদী' গান লিখলেন মমতা