Modi in Kanpur: মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রীকে খোঁচা TMC-র
কানপুর আইআইটির (Kanpur IIT) সমাবর্তনেও উপস্থিত ছিলেন মোদী।
নিজস্ব প্রতিবেদন: বিধানসভা ভোটের আগে ফের উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। স্রেফ উদ্বোধন করাই নয়, কানপুর মেট্রোয় (Kanpur Metro) সফর করতেও দেখা গেল মোদীকে। সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সেই ছবি টুইট করে তৃণমূলের (TMC) কটাক্ষ, 'গঙ্গার দিকে যাচ্ছেন, যেখানে হাজার করোনা আক্রান্তের দেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল'।
২০১৯ সালের শেষের দিকে কানপুরে মেট্রো প্রকল্পের অনুমোদন দেয় উত্তরপ্রদেশের যোগী সরকার। নির্মাণকাজ চলেছে দ্রুতগতিতে। নভেম্বরেই আইআইটি থেকে মোতিঝিল পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছিল। বিধানসভা ভোটের মুখে এবার চালুও হয়ে গেল মেট্রো পরিষেবা। এদিন ৩২ কিমি দীর্ঘ পথে মেট্রো চলাচলের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কানপুর আইআইটির (Kanpur IIT) সমাবর্তনেও উপস্থিত ছিলেন তিনি।
On board the state of the art Kanpur metro. Heading to the programme where key development works will be launched. pic.twitter.com/vnlVGPqTAm
— Narendra Modi (@narendramodi) December 28, 2021
প্রধানমন্ত্রীর এই ছবিতে হাতিয়ার করে টুইটে পাল্টা কটাক্ষ করল তৃণমূল।
Modi onboard Kanpur metro. Heading to the Ganga where the bodies of thousands of Covid-19 victims were abandoned. https://t.co/szlVvonK3i pic.twitter.com/xaVCpAjV9i
— All India Trinamool Congress (@AITCofficial) December 28, 2021
এর আগে চলতি মাসেই বারাণসী গিয়েছিলেন মোদী। কাশী বিশ্বনাথ করিডোরের প্রথম পর্বের উদ্বোধন করেছিলেন তিনি। সেবার ললিতা ঘাটে গেরুয়া বসন করে গঙ্গাস্নানও করেছিলেন, মাথায় কলস নিয়ে ডুব দিয়েছিলেন জলে। তখন 'কোভিডের সময়ে মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া'র প্রসঙ্গ তুলে মোদীর উত্তরপ্রদেশ সফরকে খোঁচা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।