মুকুলের মদতেই বাড়ছে গোঁজ প্রার্থী, কপালে ভাঁজ তৃণমূলের

মুকুল রায় নেই। কিন্তু গোঁজ প্রার্থীরা আছেন। শুধুমাত্র কলকাতা পুরসভা নির্বাচনেই  দাঁড়িয়ে পড়েছেন চল্লিশ জনের বেশি গোঁজ প্রার্থী , এলাকায় যাঁরা তৃণমূলের অত্যন্ত পরিচিত মুখ।

Updated By: Mar 27, 2015, 08:47 PM IST

ওয়েব ডেস্ক: মুকুল রায় নেই। কিন্তু গোঁজ প্রার্থীরা আছেন। শুধুমাত্র কলকাতা পুরসভা নির্বাচনেই  দাঁড়িয়ে পড়েছেন চল্লিশ জনের বেশি গোঁজ প্রার্থী , এলাকায় যাঁরা তৃণমূলের অত্যন্ত পরিচিত মুখ।

বিভিন্ন জেলায় এই সংখ্যাটা আরও বেশি। উত্তর  চব্বিশ পরগনা জেলার বহু আসনে  রয়েছেন গোঁজ প্রার্থীরা। বীরভূম, মেদিনীপুর, বাঁকুড়া সর্বত্র একই প্রবণতা। শুক্রবার তৃণমূল ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে  গোঁজ প্রার্থীর প্রসঙ্গ  নিয়ে দীর্ঘ  আলোচনা  হয়। কে বা কারা তাদের মদত দিচ্ছে, সে ব্যাপারে নেতৃত্বকে সজাগ থাকতেও বলা হয়েছে। তৃণমূল নেতাদের একাংশ মনে করছেন, এবার গোঁজ প্রার্থী বেশি হওয়ার পিছনে রয়েছে মুকুল শিবিরের মদত। গোঁজ প্রার্থীরা  দলের কতটা ক্ষতি করতে পারেন, তাও মেপে নেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে মুকুলবিহীন তৃণমূল এবার যৌথ দায়িত্বের পথে।

কলকাতার  দায়িত্বে থাকছেন মেয়র নিজেই। এছাড়া সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরাও বিভিন্ন দায়িত্বে থাকবেন। দ্রুত প্রকাশ করা হবে নির্বাচনী ইস্তাহার। এবার জেলাওয়ারি আলাদা ইস্তাহারও প্রকাশ করা হতে পারে।তবে  মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রচারে নামবেন কিনা সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

.