Tripura: কবে হাজিরা দিতে পারবেন? খোয়াই থানার IO-কে ফোনে জানালেন Kunal Ghosh

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা।

Updated By: Sep 20, 2021, 11:08 AM IST
Tripura: কবে হাজিরা দিতে পারবেন? খোয়াই থানার IO-কে ফোনে জানালেন Kunal Ghosh

নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরা পুলিসকে ফোন কুণাল ঘোষের (Kunal Ghosh)। খোয়াই থানার IO-কে ফোন করলেন তৃণমূল (TMC) নেতা৷ কবে খোয়াই থানায় হাজিরা দেবেন? সেই কথা জানিয়েই ফোন করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)৷

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে ত্রিপুরা পুলিসের তরফে মূলত একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়। ওই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), কুণাল ঘোষ (Kunal Ghosh)-সহ ৬ জনের নাম নথিভুক্ত করা হয়। তলবের ১০ দিনের মধ্যে কুণাল ঘোষকে হাজিরা দিতে বলা হয়৷ তখনই কুণাল ঘোষ জানিয়েছিলেন ৩ দিনের মধ্যে হাজিরা দেবেন৷

আরও পড়ুন: Waterlog Kolkata: প্রবল বর্ষণে জেরবার জনজীবন, তুমুল বৃষ্টিতে 'জলের তলায়' কলকাতা

আরও পড়ুন: Babul: 'তিন অক্ষরের ধাঁধা'য় বাবুলকে কুরুচিকর আক্রমণ BJP সাংসদ Saumitra-র

সূত্রের খবর, রবিবার রাতে খোয়াই থানার IO-কে ফোন করেন তৃণণূল নেতা৷ মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা জানান তিনি৷ কুণাল ঘোষের দাবি, কোনও সরকারি কাজে তাঁরা বাধা দেননি৷ সেই প্রমাণও রয়েছে৷ বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি৷

.