Santanu Sen: বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযানে এবার তৃণমূলের শান্তনু!

Santanu Sen:  আজ, বুধবার সদস্যতা অভিযানে উপলক্ষ্যে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে বিজেপির চিকিত্‍সক সেল। এই বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে পোস্টও করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই নাম রয়েছে 'ডা: শান্তনু সেনে'র!

Updated By: Nov 20, 2024, 05:31 PM IST
Santanu Sen: বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযানে এবার তৃণমূলের শান্তনু!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দলবদল? বিজেপির সদস্যতা অভিযানে তৃণমূল নেতা শান্তনু সেন! সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হতেই এবার অবস্থান স্পষ্ট করলেন তিনি নিজেই। জানিয়ে দিলেন, 'জন্মলগ্ন থেকে আমি তৃণমূলের সঙ্গে আছি। আমার নেতা মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়'।

আরও পড়ুন:  Kuntal Ghosh Bail | Primary TET: নিয়োগ মামলায় কুন্তল ঘোষের জামিন মঞ্জুর হাইকোর্টের! বেঁধে দেওয়া হল কিছু শর্ত...

ঘটনাটি ঠিক কী?  আজ, বুধবার সদস্যতা অভিযানে উপলক্ষ্যে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে বিজেপির চিকিত্‍সক সেল। এই বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে পোস্টও করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই নাম রয়েছে 'ডা: শান্তনু সেনে'র! সেই পোস্টটি নিজের ফেসবুকে ওয়ালে শেয়ার করেছেন তৃণমূলের শান্তনু।

রাজ্যসভার প্রাক্তন সাংসদ লিখেছেন, 'সোশ্যাল মিডিয়া এই পোস্টটি নিয়ে প্রচার করা হচ্ছে। আমি সবাইকে জানিয়ে দিতে চাই, এই শান্তনু সেন আমি নই। তিনি হয় অন্য কেউ নয়তো আমার বিরুদ্ধে কোনও গভীর চক্রান্ত'।

হাতে আর বেশি সময় নেই।  নভেম্বরের মধ্যেই দলের রাজ্য নেতাদের সদস্য় সংগ্রহ অভিযান শেষ করার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। লক্ষ্যপূরণে রীতিমতো কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিভিন্ন বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহ করছেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দলের অন্যন্য নেতা, বিধায়ক, সাংসদরাও নাকি চেষ্টায় কোনও ত্রুটি রাখছে না!

এদিকে বিয়ের নিয়মন্ত্রণ রক্ষা করতে গিয়ে কনেকেই বিজেপির সদস্য বানিয়ে ফেলেছেন দলের রাজ্যসভায় সাংসদ শমীক। তিনি বাংলায় দলের সদস্য সংগ্রহ অভিযানের দায়িত্বপ্রাপ্ত নেতাও বটে। 

আরও পড়ুন:  Rail News: মেল-এক্সপ্রেসে বাড়তি দ্বিতীয় শ্রেণির কোচ যোগ করল পূর্ব রেল, তালিকায় কোন কোন ট্রেন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.