TMC Manifesto: ১৮ বছর থেকে বিধবাদের ভাতা, দুয়ারে রেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড: Mamata

ইশতাহারে একাধিক নতুন প্রকল্পের প্রতিশ্রুতি তৃণমূল নেত্রীর (TMC Supremo)।   

Updated By: Mar 17, 2021, 08:15 PM IST
TMC Manifesto: ১৮ বছর থেকে বিধবাদের ভাতা, দুয়ারে রেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড: Mamata

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের সকল বিধবাদের ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন,'১৮ বছর বয়স থেকে সকল বিধবা ভাতা পাবেন।' এর পাশাপাশি বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবে রাজ্য সরকার।     

ইশতাহার প্রকাশ করে মমতা (Mamata Banerjee) এ দিন বলেন,'১৮ বছর বয়স থেকে সকল বিধবা, সে হিন্দু হোক বা মুসলিম প্রত্যেককে এক হাজার টাকা করে বিধবা ভাতা দেব।' রেশন বিনামূল্যেই মিলবে। উপরি পাওনা আর দোকানে গিয়ে লাইন দিয়ে কিনতে হবে না। বরং বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তৃণমূল নেত্রী। বলেন,'রেশন দোকানে আসতে হবে না। বাড়িতে বাড়িতে পৌঁছে দেব। দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেব, এটাই আমাদের সংকল্প।'

বর্তমান প্রকল্পগুলিও সমানতালে চলবে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়,'কন্যাশ্রী, রূপশ্রী ও স্বাস্থ্যসাথী প্রকল্পগুলি চলবে। স্বাস্থ্যসাথী আরও সরলীকরণ করা হবে।' নবম শ্রেণিতে সাইকেল ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবলেট দেওয়ার কথাও জানান মমতা(Mamata Banerjee)।  

এর পাশাপাশি স্বল্পসুদে ঋণ দেওয়া হবে যুবকদের। ইশতাহারে মমতার প্রতিশ্রুতি,'ছাত্র-যুবরা আমাদের ভবিষ্যৎ। ছাত্র-যুবকদের স্বাবলম্বী করতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ১০ লক্ষ টাকা ঋণ পাবেন তাঁরা। মাত্র ৪ শতাংশ সুদ। জামিনদার হিসেবে কাউকে থাকতে হবে না। মা-বাবার উপরে নির্ভরশীল হতে হবে না।' 

আরও পড়ুন- TMC Manifesto: ভোট নষ্ট করবেন না, TMC-কে দিন, 'বাম বন্ধু'দের বার্তা Mamata-র

.