TMC Manifesto: জেনারেলদের মাসিক ৫০০, বাকিদের ১০০০ টাকা 'পকেটমানি'র প্রতিশ্রুতি Mamata-র

সরকারে আসার পর রাজ্যের সকল পরিবারের আয় সুনিশ্চিত করার ঘোষণা মমতার (Mamata Banerjee)। 

Updated By: Mar 17, 2021, 07:13 PM IST
TMC Manifesto: জেনারেলদের মাসিক ৫০০, বাকিদের ১০০০ টাকা 'পকেটমানি'র প্রতিশ্রুতি Mamata-র

নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের আগে কংগ্রেসের ইস্তাহারে ছিল 'ন্যায়' (NYAY)। সেই ধাঁচেই বুধবার রাজ্যের সব পরিবারকে মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিন ইশতাহার প্রকাশ করে তৃণমূল নেত্রী বলেন,'খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা সবাই পাচ্ছে। সাধারণ শ্রেণির পরিবারকেও মাসে দেওয়া হবে ৫০০ টাকা।'

সরকারে আসার পর রাজ্যের সকল পরিবারের আয় সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেন মমতা (Mamata Banerjee)। বলেন,'বাংলায় জেনারেল পরিবার আছে ১.৬ কোটি। বাকি সংখ্যালঘু, তপশিলি জাতি-উপজাতির মানুষ। সরকারে এসে আমরা লক্ষ লক্ষ বিধবা, প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধীদের হেল্প করেছি। এবার তা আরও প্রসারিত করব।  সুনিশ্চিত করব ন্যূনতম মাসিক আয়। ১.৬ কোটি পরিবারকে মাসে দেওয়া হবে ৫০০ টাকা। বছরে দেওয়া হবে ৬০০০। তপশিলি জাতি-উপজাতি পরিবারকে দেওয়া হবে ১ হাজার টাকার ভাতা। বছরে ১২ হাজার টাকা। এটা পকেট মানি বলতে পারেন বা তার নিজস্বতা। খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষা ফ্রি-তে পাচ্ছেন। তবে বাড়ির মেয়েদের হাতে টাকা না থাকলে অনেক অসুবিধা হয়।'

২০১৯ সালের আগে ন্যূনতম আয় যোজনা বা ন্যায় (NYAY) ঘোষণা করেছিল কংগ্রেস (Congress)। ইস্তাহারে বলা হয়েছিল, ২৫ কোটি গরিব পরিবারকে মাসে ৬০০০ বা বছরে ৭২০০০ টাকা দেওয়া হবে। ভোটারদের বিনাশ্রমে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভাগ্য ফেরেনি রাহুল গান্ধীর দলের। বরং একক ক্ষমতায় তিনশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফেরে নরেন্দ্র মোদীর বিজেপি। বাংলায় নির্বাচনের প্রাক্কালে একই পথে হাঁটলেন মমতা। সামিল করলেন বাংলার সব পরিবারকে। এই ঘোষণা কি গেমচেঞ্জার হবে, তা স্পষ্ট হবে ২ মে।  

আরও পড়ুন- WB election 2021: একুশের ভোটে নজরে OBC, ২১ মার্চ ইশতাহার প্রকাশ BJP-র

.