পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে রাজ্যজুড়ে বিক্ষোভ, মোদীর পুরনো ভিডিয়ো দেখাল TMC

সাম্প্রতিক একটি সমীক্ষায় উঠে এসেছে, তেলের দাম লাগামছাড়া হওয়ায় গড়ে সংসার খরচ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা বেড়েছে। 

Updated By: Jul 10, 2021, 11:46 PM IST
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে রাজ্যজুড়ে বিক্ষোভ, মোদীর পুরনো ভিডিয়ো দেখাল TMC

নিজস্ব প্রতিবেদন: কোচবিহার থেকে কলকাতা। জ্বালানির দামে লাগাম টানার দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেস। শাসক দলের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল যুব কংগ্রেসও। 

 

পেট্রোল সেঞ্চুরি ছাপিয়েও এগিয়ে চলেছে। ডিজেলও সেঞ্চুরির দোরগোড়ায়। কলকাতায় লিটার পিছু পেট্রোল ১০১ টাকা ১ পয়সা। ৯২ টাকা ৯৭ পয়সায় বিকোচ্ছে প্রতি লিটার ডিজেল। জ্বালানির দামে নাভিশ্বাস অবস্থা। জ্বালানির ছ্যাঁকায় সংসার চালানোই দায়। সেই জ্বালানির দাম নিয়েই রাজ্যজুড়ে বিক্ষোভ তৃণমূলের। কোথাও রাস্তায় বসে আন্দোলন, কোথাও অভিনব উপায়ে বিক্ষোভ। জ্বালানির দাম নিয়ে আম-আদমির হয়রানিকেই তুলে ধরার চেষ্টা করল রাজ্যের শাসক দল। রাজভবনের সামনে প্রতিবাদ - বিক্ষোভে সামিল হয় যুব কংগ্রেসও।

গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিয়ো সাংবাদিকদের দেখান তৃণমূলের জাতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায়। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিশানা করছেন মোদী। এরপর সুখেন্দু বলেন,'লোকসভায় তৎকালীন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন, গত ৭ বছরে রান্নার গ্যাসের দাম বেড়েছে দ্বিগুণ। পেট্রোল ডিজেলের ৪৫৯ শতাংশ দর বৃদ্ধি হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে পেট্রোল-ডিজেলের দাম কমানোর কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। এখন কী তাহলে মানুষের কষ্ট কমছে না বাড়ছে? ভারতের কোনও রাজ্য সরকার দায়ী নয়। এটা কেন্দ্রের অনৈতিক নীতি। প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। সংসদেও সোচ্চার হব। পেট্রোল-ডিজেলে প্রায় ৩ লক্ষ কোটি টাকা অতিরিক্ত আয় করেছে কেন্দ্র। কীভাবে সেই টাকা খরচ করছেন? শ্বেতপত্র প্রকাশ করুন। এই টাকা সেন্ট্রাল ভিস্তা নির্মাণে খরচ হচ্ছে। প্রধানমন্ত্রীর বিলাসবহুল দুটি বিমান কেনা হয়েছে। ৩ গুণ দামে কেনা হয়েছে রাফালে।'

সাম্প্রতিক একটি সমীক্ষায় উঠে এসেছে, তেলের দাম লাগামছাড়া হওয়ায় গড়ে সংসার খরচ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা বেড়েছে। কোভিড আবহে এই ধাক্কায় নাজেহাল অধিকাংশ মানুষ। এ এক এমন রোগ, যাঁর ওষুধ কি কারোরই জানা নেই।  বিজেপি বিরোধী দলগুলির বক্তব্য, এই অবস্থায় লাগাতার আন্দোলন ছাড়া আর কোনও গতিই নেই। 

আরও পড়ুন- কেন্দ্র না রাজ্য, পেট্রোল-ডিজেলের করে কার অংশ বেশি? Firhad-Dilip দাবি-পাল্টা দাবি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

.