বিপুল জয়ের পর আজ কলকাতা পুরসভার বোর্ড গঠন করবে তৃণমূল

Updated By: May 5, 2015, 11:26 AM IST
বিপুল জয়ের পর আজ কলকাতা পুরসভার বোর্ড গঠন করবে তৃণমূল

কলকাতা পুরভোটে একতরফা জয়ের পর আজ বোর্ড গঠন করবে তৃণমূল কংগ্রেস। পুরসভা চালাতে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ওপরেই ভরসা রেখেছেন শহরবাসী। আগামী ৮ মে শপথ নেবেন শোভন চট্টোপাধ্যায়। ৫০ শতাংশেরও বেশি ভোট নিয়ে মিনি মহাকরণের দখল নিয়েছে শাসকদল। বিপুল ভোটের রহস্যটা কী?

ক্লিনসিটি গ্রিন সিটি

ক্লিন সিটি, গ্রিন সিটির স্লোগান তৃণমূলকে যথেষ্টই ডিভিডেন্ড দিয়েছে ভোটবাক্সে। আর কীকী কারণে বিপুল নাগরিক সমর্থন। দেখা যাক একনজরে।

জঞ্জাল বিভাগ
১.জঞ্জাল সাফাইয়ে গোটা শহরে ৪৫টি কমপ্যাক্টর, ৩৩টি ভ্রাম্যমান কমপ্যাক্টর
২.প্রায় ১৭০০০ একশো দিনের কর্মী কাজ পেয়েছেন
৩.খোলা ভ্যাট উধাও

স্বাস্থ্য
১. ১৩ কোটি টাকা ব্যয়ে ৪১টি নতুন হেল্থ ইউনিট
২.শহরে ম্যালেরিয়া, ডেঙ্গির সংখ্যা কমেছে
৩.শ্মশানের আধুনিকীকরণ

নিকাশি
৯৭ কোটি টাকা খরচে ২১টি নতুন পাম্পিং স্টেশন।
৫৩৫ কোটি টাকা ব্যয়ে ২৬ কিমি রাস্তা ভূগর্ভস্থ নিকাশির আধুনিকীকরণ।
৭৮ কোটি টাকা ব্যয়ে বেশকিছু খালের সংস্কার, যার জেরে শহরে আর বেশিক্ষণ জল দাঁড়ায় না।

করে নাগরিক সুবিধা
সম্পত্তি করের বোঝা কমাতে ওয়াভার স্কিম যার জেরে সম্পত্তি করের বোঝা কমেছে।

ঠিকা-প্রজা সত্ব
ঠিকা ভাড়াটিয়াদের নিরাপত্তা দিতে শংসাপত্র, ও বাড়ি করার অনুম।

নতুন পুরবোর্ডের কাছে মানুষের দাবি?

*প্রতি ওয়ার্ডে প্রতিশ্রুত পানীয় জলের দাবি। আর্সেনিক সংক্রমণ ছড়ালেও এখনও বহু জায়গায় ডিপ টিউবওয়েল ব্যবহার হচ্ছে।
*ক্ষমতায় আসার পরেই ভ্যাট মুক্ত শহর দেখতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কম্প্যাক্টরের কাজ অনেকটা এগোলেও পুরোপুরি জঞ্জালমুক্ত হয়নি শহর।
*প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পুরোসভা অনেক পিছিয়ে। পুরসভার উদ্যোগে বাড়াতে হবে প্রাথমিক স্কুল।
*দুর্নীতিমুক্ত পুরসভা।

.