Vote: দ্রুত উপনির্বাচনের দাবিতে দিল্লি যাচ্ছে TMC; ভোট হলে সংক্রমণ বাড়বে: Dilip

ভবানীপুর-সহ রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (West Bengal By-Election) হওয়ার কথা। 

Updated By: Aug 25, 2021, 08:33 PM IST
Vote: দ্রুত উপনির্বাচনের দাবিতে দিল্লি যাচ্ছে TMC; ভোট হলে সংক্রমণ বাড়বে: Dilip

নিজস্ব প্রতিবেদন: বাংলায় করোনা (Covid-19) পরিস্থিতি নিয়ন্ত্রণে। চার মাসে কেটে গিয়েছে। দ্রুত উপনির্বাচন ঘোষণা করা উচিত নির্বাচন কমিশনের (Election Commission)। সোমবার একথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার ফের উপনির্বাচনের দাবিতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে দলের তরফে সময় চাওয়া হয়েছে। চলতি সপ্তাহে দিল্লি যেতে পারে ৫ সাংসদের প্রতিনিধিদল।          

কোভিড (Covid-19) পরিস্থিতিতে কীভাবে নির্বাচন করা যায় তা জানতে ইতিমধ্যেই ৫ রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। তার আগেই কলকাতায় ও দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে উপভোট চেয়েছিল তৃণমূল (TMC)। ১৫ জুলাই দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেছিল লোকসভার দলনেতা সুদীপ মুখোপাধ্যায়ের নেতৃত্ব তৃণমূলের প্রতিনিধি দল। তার পর ৬ অগাস্ট কলকাতার অফিসে যান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূল নেতারা। আরও একবার সময় চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে।

রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন,'রাজ্য এখন করোনাশূন্য। পুজোর মরসুম আসছে। উৎসবে করোনা বাড়তে পারে। এদিকে ৭টি কেন্দ্রে প্রতিনিধিহীন। সেখানকার মানুষের অভাব-অভিযোগ শোনার জন্য বিধায়করা নেই। এখনই রাজ্যে ভোটের পক্ষে সহায়ক পরিবেশ আছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। এজন্য দলের পক্ষ থেকে সময় চেয়েছি।'             

কোভিড-কালে উপনির্বাচনের বিরোধিতা করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির রাজ্য সভাপতির কথায়,'আপনি এক দিকে বলছেন বাস, লোকাল ট্রেন চালানো যাবে না, সিনেমাহল থিয়েটার খোলা যাবে না অথচ উপনির্বাচন চাইছেন! এখন নির্বাচন হলে কি সংক্রমণ বাড়বে না? আট দফার নির্বাচনের সময় আপনারাই বিরোধিতা করেছেন। এখন লকডাউনে ভোট চাইছেন কেন? আসলে মুখ্যমন্ত্রী পদ বাঁচানোর জন্য উপনির্বাচন চাইছেন। আমরা নির্বাচন কমিশনকে নিজেদের মতামত জানিয়ে দিয়েছি।'

ভবানীপুর-সহ রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। নন্দীগ্রামে হেরে গিয়েছেন মমতা (Mamata Banerjee)। ফলে সাংবিধানিক পদে থাকতে তাঁকে ৬ মাসের মধ্যে উপভোটে জিতে আসতে হবে। ভবানীপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। ওই কেন্দ্রে প্রার্থী হতে পারেন তৃণমূল নেত্রী। তাছাড়া মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামসেরগঞ্জে,দিনহাটা, খড়দহ, শান্তিপুর এবং গোসাবায় উপনির্বাচন বকেয়া। সোমবার মমতা বলেছিলেন,'৪ মাস কেটে গিয়েছে। কোভিড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। মানুষের জনপ্রতিনিধি বেছে নেওয়ার অধিকার আছে। আমি নির্বাচন কমিশনের কাছে দ্রুত ভোটের অনুরোধ করব।'    

আরও পড়ুন- Covid-19: পরিস্থিতি ঠিক থাকলে পুজোর ছুটির পর খুলবে স্কুল, জানিয়ে দিলেন Mamata

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
  

.