আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন
আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। প্রত্যাশিতভাবেই দলের সভানেত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারদকাণ্ডের পর দল অস্বস্তিতে। সাংগঠনিক নির্বাচনের পর নেত্রী দলকে কী দিক নির্দেশ দেন, বা বিজেপিকে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এদিন রাজনৈতিক দিক নির্দেশের পাশাপাশি সংগঠনের আচরণবিধি প্রকাশ করবেন মমতা। রাজ্য, জেলা, ব্লক স্তর থেকে এবার বুথ পর্যন্ত সংগঠনের প্রসারই লক্ষ্য তৃণমূলের। এরই পাশাপাশি দলের শুদ্ধকরণে বেশ কিছু পদক্ষেপ নিতে পারেন মমতা। নিতে পারেন বেশ কয়েকটি কড়া সিদ্ধান্ত। অন্যান্য ১০ রাজ্য থেকেও তৃণমূলের প্রতিনিধিরা আজকের নির্বাচনে অংশ নিতে আসছেন।
ওয়েব ডেস্ক: আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। প্রত্যাশিতভাবেই দলের সভানেত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারদকাণ্ডের পর দল অস্বস্তিতে। সাংগঠনিক নির্বাচনের পর নেত্রী দলকে কী দিক নির্দেশ দেন, বা বিজেপিকে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এদিন রাজনৈতিক দিক নির্দেশের পাশাপাশি সংগঠনের আচরণবিধি প্রকাশ করবেন মমতা। রাজ্য, জেলা, ব্লক স্তর থেকে এবার বুথ পর্যন্ত সংগঠনের প্রসারই লক্ষ্য তৃণমূলের। এরই পাশাপাশি দলের শুদ্ধকরণে বেশ কিছু পদক্ষেপ নিতে পারেন মমতা। নিতে পারেন বেশ কয়েকটি কড়া সিদ্ধান্ত। অন্যান্য ১০ রাজ্য থেকেও তৃণমূলের প্রতিনিধিরা আজকের নির্বাচনে অংশ নিতে আসছেন।
আরও পড়ুন ফের জঙ্গি নিশানায় ফ্রান্স, বৃহস্পতিবার রাতে চ্যাম্প এলিসিসের সামনে হামলা চালাল এক বন্দুকবাজ
আরও পড়ুন এক নজরে দেখে নেওয়া যাক ফ্রান্সে কবে কোথায় কী কী হামলা হয়েছে