ট্রাম উঠে এল রাস্তায়, জখম মহিলা
আজ বেলা সাড়ে ১১টা নাগাদ রফি আহমেদ কিদওয়াই রোডে ট্রাম লাইন রাস্তার উপরে উঠে আসে। এই ঘটনায় পথচারী এক মহিলা জখম হন। এর পরেই পথ অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। লাইনে বিপত্তির জন্য আটকে পরে ২১, ২২ ও ২৫ নম্বর ট্রাম। স্থানীয় বাসিন্দাদের দাবি বারবার এই সমস্যা হলেও ট্রাম কর্তৃপক্ষ বিষটির সমাধান করছেন না।
আজ বেলা সাড়ে ১১টা নাগাদ রফি আহমেদ কিদওয়াই রোডে ট্রাম লাইন রাস্তার উপরে উঠে আসে। এই ঘটনায় পথচারী এক মহিলা জখম হন। এর পরেই পথ অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। লাইনে বিপত্তির জন্য আটকে পরে ২১, ২২ ও ২৫ নম্বর ট্রাম। স্থানীয় বাসিন্দাদের দাবি বারবার এই সমস্যা হলেও ট্রাম কর্তৃপক্ষ বিষটির সমাধান করছেন না।
অবরোধের জেরে প্রায় ঘণ্টা খানেক যানচলাচল বন্ধ হয়ে যায় রফি আহমেদ কিদওয়াই রোডে। ট্রাম কর্মীরা মেরামতের জন্য ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে এলাকার মানুষ বিক্ষোভ দেখান। সিটিসির পক্ষ থেকে জানানো হয়েছে লাইন মেরামতের জন্য রবিবার ধর্মতলা থেকে পার্ক সার্কাস, গড়িয়াহাট ও হাওড়া পার্কসার্কাস রুটের ট্রামচলাচল বন্ধ থাকবে।