Tram in Kolkata:ডবল ডেকারের পর এবার কলকাতায় বলি ট্রাম, লন্ডনে কিন্তু চলে...

Tram in Kolkata:কলকাতার রাস্তায় খুব সকালে, কিংবা অনেক রাতে ভরসা ছিল ট্রাম। ২০১৫ সালেও শহরের মোট ২৫টি রুটে চলত এই নির্ভরযোগ্য পরিবহণ

Updated By: Sep 24, 2024, 08:03 PM IST
Tram in Kolkata:ডবল ডেকারের পর এবার কলকাতায় বলি ট্রাম, লন্ডনে কিন্তু চলে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় দেড়শ বছরের ঐতিহ্য শেষ হতে চলেছে। বন্ধ হচ্ছে কলকাতার ট্রাম। দূষণমুক্ত, নিরাপদ পরিবহন হিসেবে কলকাতার একসময় লাইফলাইন ছিল ট্রাম। কালের নিয়মে সেই ট্রামের রাস্তায় উঠে এল বাস, ট্যাক্সি-সহ অন্যান্য যানবাহন। এখন বলা হচ্ছে ট্রামের গতি মন্থর। সেই অজুহাতেই এবার একটি রুট ছাড়া আর কোনও রুটে চলবে না ট্রাম। এমনটাই জানিয়ে দিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

আরও পড়ুন-বদলের বাংলাদেশ! দিনাজপুর সীমান্তে বিএসএফ জওয়ানকে আটক করল বিজিবি

কলকাতার রাস্তায় খুব সকালে, কিংবা অনেক রাতে ভরসা ছিল ট্রাম। ২০১৫ সালেও শহরের মোট ২৫টি রুটে চলত এই নির্ভরযোগ্য পরিবহণ। হাওড়া ব্রিজ পেরিয়ে একসময় হাওড়া স্টেশনেও যাত্রীদের পৌঁছে দিত ট্রাম। সেই ট্রাম চালানোয় অনীহা শুরু হয়েছিল অনেক আগেই। ফলে একে একে বন্ধ হয়ে যায় কলকাতার জনপ্রিয় কিছু ট্রাম রুট। দাবি, ট্রামের মন্থর গতির জন্য শহরে যানজটের সৃষ্টি হচ্ছে।

কলকাতার রাস্তায় ট্রাম ফেরানোর দাবিতে হাইকোর্টে একটি মামলা হয়েছে। শহরের রাজপথে ট্রাম চালানোর উপায় খুঁজে বের করতে কলকাতা পুলিশ, পূর্ত দপ্তর, কলকাতা করপোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি করেছে হাইকোর্ট। তার পরেও এই সিদ্ধান্ত।

ট্রাম না চালানোর পথে যুক্তি দিয়ে পরিবহণ মন্ত্রী সোমবার বলেন, কলকাতার ট্রাম শুধুমাত্র ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে চলবে। এসপ্ল্যানেড ও ময়দানের মধ্যে আমরা ট্রাম চালাব শহরের ঐতিহ্য হিসেব। বাকী রুটগুলি বন্ধ করে দেওয়া হবে। কলকাতায় মানুষ ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলেও রাস্তা সেভাবে বাড়েনি। কলকাতার মাত্র ৬ শতাংশ অংশে গাড়ি চলে। এর তুলনায় রাস্তার পরিমাণ দিল্লি ও মুম্বইয়ে অনেক বেশি। এই কারণেই ট্রাম বন্ধ করা হচ্ছে।

উল্লেখ্য, ঐতিহ্যের পাশাপাশি উপযুক্ত পরিবহণ হিসবে লন্ডন-সহ দুনিয়ার বিভিন্ন দেশে এখনও চলে ট্রাম ও ডবল ডেকার। আর কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে তুলে দেওয়া হচ্ছে সেই ট্রাম। ১৮৭৩ সাল থেকে কলকাতায় চলছে ট্রাম। ফলে প্রায় দেড়শো বছরের সেই পথচলা এবার থামছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.