শিয়ালদায় যান চলাচল বন্ধের নোটিস না মেলার অভিযোগ

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে ভূগর্ভস্থ শিয়ালদা স্টেশন। নির্মাণ কাজের জন্য শিয়ালদা স্টেশন এবং শিয়ালদা কোর্টের মাঝের অংশে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

Updated By: May 15, 2012, 10:33 AM IST

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে ভূগর্ভস্থ শিয়ালদা স্টেশন। নির্মাণ কাজের জন্য শিয়ালদা স্টেশন এবং শিয়ালদা কোর্টের মাঝের অংশে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। দু`টি বাসের রুট বদলানো হয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন। যদিও শিয়ালদা এলাকার বাসকর্মীদের অভিযোগ, তাঁদের কাছে এধরনের কোনও বিজ্ঞপ্তি এখনও পৌঁছয়নি।
শিয়ালদা মেট্রো স্টেশন তৈরি হবে ভূগর্ভে। যতদিন সেই কাজ শেষ না হবে, ততদিন শিয়ালদা স্টেশন এবং শিয়ালদা কোর্টের মাঝের অংশে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। গত ১১ মে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এবং কলকাতা পুলিস। নির্মাণ কাজের জন্য ২৮ নম্বর রুটের বাস টার্মিনাস শিয়ালদা চত্বর থেকে সরিয়ে বেলেঘাটার বরফকলের কাছে নিয়ে যাওয়া হবে। ৪-বি রুটের বাস টার্মিনাস স্থানান্তরিত হবে ক্যানাল ওয়েস্ট রোডের দক্ষিণ প্রান্তে। টার্মিনাস বা প্রান্তিক স্টেশন স্থানান্তরিত হওয়ায়, এই দু`টি বাসের রুটও বদলাচ্ছে। যেমন, হাওড়াগামী ২৮ নম্বর বাস শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে। কিন্তু এখন থেকে তা বেলেঘাটা রোডের টার্মিনাস থেকে ছাড়বে। শিয়ালদহ উড়ালপুল, মহাত্মা গান্ধী রোড হয়ে বাস যাবে হাওড়ায়। একই রকম ভাবে গড়িয়াগামী ৪৫-বি রুটের বাস শিয়ালদার পরিবর্তে ক্যানাল ওয়েস্ট রোড থেকে ছাড়বে। যাবে বেলেঘাটা রোড, শিয়ালদা উড়ালপুল, এজেসি বোস রোড হয়ে।
শিয়ালদা মেট্রোর নির্মাণ কাজ চলার সময়, শিয়ালদা উড়ালপুল এবং এবং বিবি গাঙ্গুলী স্ট্রিটের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাঝের রাস্তা পূর্ব থেকে পশ্চিম দিকে একমুখী বা ওয়ান ওয়ে থাকবে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের বিজ্ঞপ্তিতে এই সব তথ্যেরই উল্লেখ করা হয়েছে। যদিও শিয়ালদা এলাকার বাস কর্মীদের অভিযোগ, তাঁদের কাছে রুট বদল বা টার্মিনাস সরানোর বিষয়ে কোনও বার্তাই পৌঁছয়নি।

.