খুলছে উল্টোডাঙা ফ্লাইওভার
পুজোর আগে চালু হয়ে গেল উল্টোডাঙার বন্ধ হয়ে থাকা ফ্লাইওভার। ইএম বাইপাস থেকে এয়ারপোর্টগামী ওই ফ্লাইওভারের রেলিং লরির ধাক্কায় ভেঙে যায়। দুর্ঘটনার জেরে ফ্লাইওভারের একটি অংশ খুলে পড়ে যায় পাশের খালে। বেয়ারিং উল্টো করে লাগানোর কারণেই দুর্ঘটনা ঘটে বলে অনুমান বিশেষজ্ঞদের।
কলকাতা: পুজোর আগে চালু হয়ে গেল উল্টোডাঙার বন্ধ হয়ে থাকা ফ্লাইওভার। ইএম বাইপাস থেকে এয়ারপোর্টগামী ওই ফ্লাইওভারের রেলিং লরির ধাক্কায় ভেঙে যায়। দুর্ঘটনার জেরে ফ্লাইওভারের একটি অংশ খুলে পড়ে যায় পাশের খালে। বেয়ারিং উল্টো করে লাগানোর কারণেই দুর্ঘটনা ঘটে বলে অনুমান বিশেষজ্ঞদের।
এরপর দীর্ঘদিন বন্ধ ছিল ফ্লাইওভার। সম্প্রতি পুরসভার ইঞ্জিনিয়ারেরা ফ্লাইওভার সারানোর কাজ শেষ করেন। আজ পরিদর্শনের পর ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়। হাজির ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এর আগে উল্টোডাঙা থেকে আরজিকর পর্য়ন্ত একটি আন্ডারপাসের উদ্বোধন করেন পুরমন্ত্রী। হাজির ছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং মন্ত্রী সাধন পাণ্ডে।