অবশেষে শীত এল রাজ্যে

দীর্ঘ টালবাহানার পর অবশেষে শীত এল। রাজ্যবাসীকে স্বস্তির কাঁপুনি দিয়ে নামল তাপমাত্রা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক পাঁচ। শুক্রবার ছিল উষ্ণতম বড়দিন। সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো দশমিক এক। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। সেই তুলনায় একরাতে অনেকটাই পড়েছে পারদ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন রবি ও সোমবার এমনই থাকবে তাপমাত্রা। কিন্তু, তারপর কী হবে তার নির্দিষ্ট ভবিষ্যত্‍বাণী করতে পারছেন না কেউই। কারণ প্রশান্ত মহাসাগরে উষ্ণস্রোত বা এলনিনো। দুহাজার পনেরো-ষোলো এল নিনো বছর হওয়ায় এলোমেলো হয়ে গেছে উপমহাদেশের আবহাওয়ার সূচি।

Updated By: Dec 26, 2015, 04:30 PM IST
অবশেষে শীত এল রাজ্যে

ওয়েব ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর অবশেষে শীত এল। রাজ্যবাসীকে স্বস্তির কাঁপুনি দিয়ে নামল তাপমাত্রা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক পাঁচ। শুক্রবার ছিল উষ্ণতম বড়দিন। সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো দশমিক এক। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। সেই তুলনায় একরাতে অনেকটাই পড়েছে পারদ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন রবি ও সোমবার এমনই থাকবে তাপমাত্রা। কিন্তু, তারপর কী হবে তার নির্দিষ্ট ভবিষ্যত্‍বাণী করতে পারছেন না কেউই। কারণ প্রশান্ত মহাসাগরে উষ্ণস্রোত বা এলনিনো। দুহাজার পনেরো-ষোলো এল নিনো বছর হওয়ায় এলোমেলো হয়ে গেছে উপমহাদেশের আবহাওয়ার সূচি।

.