সরকারি ভাষার স্বীকৃতি পেল উর্দু

উর্দুকে সরকারি ভাষার স্বীকৃতি দিল রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় এই মর্মে আনা বিলটি বিনা বিরোধিতায় পাস হয়েছে। বিল পাসকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Apr 2, 2012, 07:47 PM IST

উর্দুকে সরকারি ভাষার স্বীকৃতি দিল রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় এই মর্মে আনা বিলটি বিনা বিরোধিতায় পাস হয়েছে। বিল পাসকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভায় পাস হওয়া বিলে বলা হয়েছে, রাজ্যের যেসব অঞ্চলে উর্দুভাষীর সংখ্যা ১০ শতাংশের বেশি, সেখানেই বিভিন্ন সরকারি কাজে উর্দুভাষার ব্যবহার করা যাবে। আগামিদিনে নেপালি-অলচিকি এবং গুরুমুখী ভাষাকেও সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। 
সরাসরি সরকারি ভাষার স্বীকৃতির বিরোধিতা না করলেও, ব্যবহারিক পরিকাঠামো নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাঁদের প্রশ্ন, এবার থেকে কি উর্দুভাষী ছাত্রেরা বিভিন্ন সরকারি পরীক্ষাও তাঁদের মাতৃভাষায় দিতে পারবেন? একইসঙ্গে, প্রশাসনিক স্তরে উর্দু জানা আমলা রয়েছেন কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

.