পুরসভার ভ্যাকসিনের ভাণ্ডারে টান, মঙ্গলবার থেকে দ্বিতীয় ডোজে অগ্রাধিকার

সোমবার ২৫ হাজার টিকাকরণ হয়েছে।

Updated By: Jul 5, 2021, 09:26 PM IST
পুরসভার ভ্যাকসিনের ভাণ্ডারে টান, মঙ্গলবার থেকে দ্বিতীয় ডোজে অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদন: মাত্র ২৩ হাজার ভ্যাকসিন আছে কলকাতা পুরসভার হাতে। আজ, সোমবার ২৫ হাজার টিকাকরণ হয়েছে।  

পুরসভাসূত্রে জানা গিয়েছে, আগামি কাল, মঙ্গলবারে প্রথমে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এর পরে থাকলে প্রথম ডোজ দেওয়া হবে। সোমবার রাতে নতুন করে টিকা আসার কোনও সম্ভবনা নেই বললেই চলে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: কার দেহে দ্বিতীয়বার ময়নাতদন্ত? জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ বিজেপি কর্মীর দাদা

কলকাতা মিউনিসিপ্যালিটির (Kolkata municipality) রেকর্ডে এ শহরে প্রতিদিন গড় টিকাকারণের (vaccination) কোনও হিসেব আছে কি?

পুরসভা সূত্রে জানা গিয়েছে, টিকাকরণের কোনও নির্দিষ্ট সংখ্যা নেই। সাধারণত যখন-যেমন সাপ্লাই আসে তেমনই দেওয়া হয়। যেমন আজ, সোমবার ২৫ হাজার টিকাকরণ হয়েছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: টিকাকাণ্ডে জামিনের আবেদন খারিজ, দেবাঞ্জনকে ফের জেল হেফাজতে পাঠাল আদালতের

.