তোপসিয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রাচীর; মৃত ১ শিশু, গুরুতর জখম ৪

প্রাচীরটি যে গলির ওপরে দাঁড়িয়েছিল সেই বেশ ব্যস্ত থাকে বেশিরভাগ সময়ে। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারতো

Updated By: Apr 5, 2019, 08:17 AM IST
তোপসিয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রাচীর; মৃত ১ শিশু, গুরুতর জখম ৪

নিজস্ব প্রতিবেদন: ভরসন্ধেয় আচমকা ঘটে গেল সবকিছু। পরিচিত গলিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল। বৃহস্পতিবার পূর্ব কলকাতার তোপসিয়ার ঘটনা। দেওয়াল চাপা পড়ে মৃত্য হয় এক শিশুর। গুরুতর আহত কমপক্ষে ৪ জন। সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে সেই ছবি।

আরও পড়ুন-গোরক্ষপুরের সমাজবাদী পার্টির প্রার্থীকে দলে টেনে চমক বিজেপির

এদিন সন্ধ্যায় তোপসিয়ার জিন মসজিদ এলাকার একটি গলির মধ্যে ওই পুরনো প্রাচীরটি ভেঙে পড়ে। এলাকাবাসীদের দাবি ওই ফুট দশেক উঁচু ওই প্রাচীরের গায়ে বেশকিছুদিন ধরে বালি জমা করা ছিল। পুরনো প্রাচীরে বালির জল ঢোকার ফলেই তা ভেঙে পড়ে।

দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই উদ্ধারকার্যে নেমে পড়েন এলাকার মানুষজন। তারাই ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের বের করে আনেন। প্রাচীরটি যে গলির ওপরে দাঁড়িয়েছিল সেই বেশ ব্যস্ত থাকে বেশিরভাগ সময়ে। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারতো।

আরও পড়ুন-প্রত্যাঘাত নয় বিনয়, আডবাণীকে কৌশলী জবাবে মাত দিলেন মোদী

ঘটনার খবর পেয়েই চলে আসেন জাভেদ খান ও বিশাল পুলিস বাহিনী। আহতদের উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়। এলাকায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনাস্থলে চলে আসেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধায়। তিনি বলেন, কেন প্রাচীর ভেঙে পড়ল, এর পেছনে কারও গাফিলতি রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে। দোষীরা শাস্তি পাবে।  

 

.