কাশীপুরে বসেই এবার বেলুড় দর্শন করুন, উদ্যোগ কলকাতার পুরসভার

কাশীপুরে বসেই বেলুড় দর্শন। কাশীপুর ঘাট নবরূপে সংস্কার করে সেখানে বসেই বেলুড় দেখার সুযোগ করে দিচ্ছে কলকাতা পুরসভা। একটি বহুজাতিক সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিকল্পনা নিয়েছে কেএমসি কর্তৃপক্ষ। শুধু নোংরা আবর্জনায় ভরা শ্মশান নয়, কাশীপুর ঘাটকে এবার কলকাতার পর্যটন মানচিত্রে সংযোজন করার উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। ঘাট সংস্কারের পাশাপাশি তাকে আধুনিক আলোকসজ্জায় সাজিয়ে তোলারও পরিকল্পনা রয়েছে পুরসভার।

এখানেই শেষ নয়, মাস্টার প্ল্যান অনুযায়ী কাশীপুর ঘাটের শ্মশানের সঙ্গে সংস্কার হওয়া ঘাটের আর কোনও যোগাযোগ থাকবে না। পাশের পাম্পিং স্টেশন থেকে আন্ডারপাস দিয়ে পৌঁছে যাওয়া যাবে শ্মশানে। সেখান থেকেই দর্শন করা যাবে বেলুড়েরও।

মোট তিন কোটি টাকা খরচ করে শুরু হয়েছে এই সংস্কারের কাজ। আগামী মার্চ মাসের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে বলে আশা পুর কর্তৃপক্ষের।

English Title: 
watch belur math from kashipur
Home Title: 

কাশীপুরে বসেই এবার বেলুড় দর্শন করুন, উদ্যোগ কলকাতার পুরসভার

No
18313
Is Blog?: 
No