`পরিবর্তন` নেই কলকাতার জলছবিতে
বৃষ্টি হলেই দুর্ভোগের জলছবি ফুটে ওঠে কলকাতার ক্যানভাসে। জলমগ্ন রাস্তা। ভেসে যাওয়া ট্রাম লাইন। জমা জলে গোঁত্তা খাওয়া অফিসটাইমের ব্যস্ত জনজীবন। বছর বদলালেও, এই শহরে বৃষ্টিতে হয়রানির ছবিটা বদলায় না। অথচ শহরের নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে একযোগে কাজ করে চলেছে কেএমসি এবং কেইআইপি।
বৃষ্টি হলেই দুর্ভোগের জলছবি ফুটে ওঠে কলকাতার ক্যানভাসে। জলমগ্ন রাস্তা। ভেসে যাওয়া ট্রাম লাইন। জমা জলে গোঁত্তা খাওয়া অফিসটাইমের ব্যস্ত জনজীবন। বছর বদলালেও, এই শহরে বৃষ্টিতে হয়রানির ছবিটা বদলায় না। অথচ শহরের নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে একযোগে কাজ করে চলেছে কেএমসি এবং কেইআইপি। ২০০২-এ তাদের কলকাতা ইমপ্রুভমেন্ট মাস্টার প্ল্যানে নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণের জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। এই কাজে ইতিমধ্যে সাড়ে সাত হাজার কোটি টাকা খরচ হয়েছে। তবু বৃষ্টিতে শহরে ভোগান্তির ছবিটা বদলায়নি।
স্বাভাবিক ভাবেই শহরবাসীর মনে প্রশ্ন জাগছে, খামতিটা কোথায়? প্রশ্ন উঠছে, কলকাতা পুরসভা এবং কলকাতা এনভিরনমেন্টাল ইমপ্রুভমেন্ট প্রজেক্ট একযোগে কাজ করলেও, পরিস্থিতি বদলাচ্ছে না কেন? একই সঙ্গে প্রশ্ন উঠছে, নাগরিক সচেতনতা নিয়েও। শহরের নিকাশি মুখগুলিতে যথেচ্ছ ভাবে আবর্জনা ফেলা বন্ধ না হলে, সমস্যা মেটানো অসম্ভব বলে মনে করছেন শহরবাসীর একটা বড় অংশ।