পানীয় জলে দূষণ

দূষিত পানীয় জল সরবরাহের অভিযোগ উঠল সখেরবাজারের প্যারিসপাড়া এলাকায়। গত একমাস ধরে পানীয় জলে নোংরা, পোকা ভেসে উঠছে বলে অভিযোগ।

Updated By: Mar 1, 2012, 12:03 PM IST

দূষিত পানীয় জল সরবরাহের অভিযোগ উঠল সখেরবাজারের প্যারিসপাড়া এলাকায়। গত একমাস ধরে পানীয় জলে নোংরা, পোকা ভেসে উঠছে বলে অভিযোগ।
কলকাতা পুরসভার ১২৬ নম্বর ওয়ার্ড। বেহালার সখেরবাজারের প্যারিস পাড়ায় গত একমাস ধরে দূষিত পানীয় জল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন বাসিন্দারা। কেউ টাইফয়েড তো কেউ জন্ডিসে আক্রান্ত। পুরসভার পক্ষ থেকে দু-দুবার মাটি খুঁড়ে জলের লাইন পরিস্কার করা হলেও সমস্যা মেটেনি।
প্রতিদিন সকালে পানীয় জলের একটি গাড়ি পাঠানো ছাড়া সমস্যা সমাধানে পুরসভা কোন উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ এলাকাবাসীর।
 
পুরসভার পানীয় জলের লাইন বার বার মেরামতির ফলেই দূষণ ছড়াচ্ছে বলেও অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

.