দফায় দফায় প্রার্থী ঘোষণা করবে BJP, দিল্লি গেলেন Dilip-Mukul-Suvendu-রা

নন্দীগ্রামে কি প্রার্থী হচ্ছেন শুভেন্দুই?

Updated By: Mar 3, 2021, 11:35 PM IST
দফায় দফায় প্রার্থী ঘোষণা করবে BJP, দিল্লি গেলেন Dilip-Mukul-Suvendu-রা

নিজস্ব প্রতিবেদন: দু'-একদিনের মধ্যেই কি আনুষ্ঠানিক ঘোষণা? রাজ্যের প্রত্যেকটি আসনে প্রার্থী হিসেবে একাধিক নাম শোনা যাচ্ছে। প্রথম ২ দফার প্রার্থীতালিকা চূড়ান্ত করতে দিল্লি উড়ে গেলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), মুকুল রায় (Mukul Roy), শুভেন্দু অধিকারীরা (Suvendu Adhikari)। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিজেপি সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। পূর্ণাঙ্গ নয়, সেই বৈঠকের পর প্রথম ২ দফার প্রার্থীদের নাম ঘোষণা হবে।

ভোটের (WB Assembly Election 2021) নির্ঘণ্ট ঘোষণার হওয়া পর সপ্তাহ খানেক কেটে গিয়েছে। শাসকই হোক কিংবা বিরোধী, কোনও পক্ষই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি এখনও।  সূত্রের খবর, প্রথম ২ দফার সম্ভাব্য প্রার্থী তালিকা ইতিমধ্যেই তিন দফায় বৈঠক সেরে ফেলেছে বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্ব। মোটামুটি একটি খসড়া তালিকাও তৈরি হয়ে গিয়েছে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম বিবেচনা করা হচ্ছে। বাকি কেন্দ্রগুলিতেও ঐক্যমতে পৌঁছানো গেলেও, প্রার্থী হিসেবে একাধিক নাম উঠে এসেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্বের তলব পেয়ে এদিন সন্ধ্যায় দিল্লি উড়ে গেলেন দিলীপ ঘোষ , মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, অমিতাভ চক্রবর্তী, শিবপ্রকাশের মতো গেরুয়াশিবিরের প্রথমসারির নেতারা। সঙ্গে নিয়ে গেলেন প্রথম ২ দফার সম্ভাব্য প্রার্থীদের তালিকাও।

আরও পড়ুন: প্রথম দফার ভোটের প্রস্তুতি শেষ পর্যায়ে, চলতি সপ্তাহে রাজ্যে ৪ বিশেষ পর্যবেক্ষক

কবে প্রার্থীদের নাম ঘোষণা হবে? কলকাতা বিমানবন্দরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'আমাদের যে সংসদীয় বোর্ড আছে, যারা চূড়ান্ত পর্যায়ে প্রার্থীদের নাম ঘোষণা করে, তাদের সঙ্গে নির্বাচনী কমিটির বৈঠক আছে। কালই সম্ভবত বৈঠক হবে। তারপর ওখান থেকে প্রার্থীদের নাম ঘোষণা হয়ে যাবে'। এর আগে এদিন খড়গপুরের জনসভা ফের নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারানোর চ্যালেঞ্জ ছুঁড়েছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, যাবতীয় জল্পনা অবসান ঘটিয়ে আগামী শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল (TMC)। তবে দফাওয়াড়ি নয়, এবারও দলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকাই ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

.