ভিডিয়ো: 'ওহ লাভলি'র পর 'দিদি'র অনুপ্রেরণায় Madan-র নতুন গান 'খেলা হবে'

ব্রিগেড সমাবেশের আগে 'টুম্পা'র প্যারোডিতে চমক দিয়েছিল সিপিএম।

Updated By: Mar 3, 2021, 08:45 PM IST
ভিডিয়ো: 'ওহ লাভলি'র পর 'দিদি'র অনুপ্রেরণায় Madan-র নতুন গান 'খেলা হবে'

নিজস্ব প্রতিবেদন: 'ওহ লাভলি!'-র ফের গায়কের ভূমিকায় মদন মিত্র (Madan Mitra)। তৃণমূলের 'খেলা হবে' স্লোগান মাথায় রেখে গান বেঁধেছেন তিনি। আর নতুন গানের রেকর্ডিংও সেরে ফেলেছেন। আর লিরিক্স একেবারে মদন'দা স্টাইলে।    

'মোদী-শাহ কুমড়োর ঘ্যাঁট খা, ওহ লাভলি!' মদন মিত্রের (Madan Mitra) এই গান ইতিমধ্যেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার ভোটবাজারে জনপ্রিয় স্লোগান 'খেলা হবে' মদনের গলায়। 'খেলা হবে'র একাধিক সংস্করণ ইতিমধ্যেই হিট। এবার 'খেলা হবে'র নতুন সংস্করণ আসছে। গাইছেন মদন। রেকর্ডিংস্টুডিয়োয় গান রেকর্ড করেছেন তৃণমূল নেতা।মদন মিত্রের কথায়,'মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা সম্বল করেই গান গেয়েছেন।' 

ব্রিগেড সমাবেশের আগে 'টুম্পা'র প্যারোডিতে চমক দিয়েছিল সিপিএম। তৃণমূলের মুখপাত্র দেবাংশুর 'খেলা হবে' এখন বাজছে সর্বত্র। বিজেপিও নেমে পড়েছে তাদের গান নিয়ে। 'বেলা চাও'-র প্যারোডি 'পিসি যাও' করে চমক দিয়েছে গেরুয়া শিবির।                

আরও পড়ুন- দফাওয়াড়ি নয়, শুক্রবার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করছে TMC

.