WB Election 2021: নিজের রেকর্ড নিজেই ভাঙছেন! বাংলা জয়ে 'কার্পেট বম্বিং' Modi-র

বাংলায় ভোটের (WB Election 2021) প্রচারে মোদীর (Narendra Modi) পাশাপাশি অমিত শাহ (Amit Shah) ও জেপি নাড্ডারা (JP Nadda) একাধিক সভা করবেন রাজ্যে।

Updated By: Mar 13, 2021, 08:20 PM IST
WB Election 2021: নিজের রেকর্ড নিজেই ভাঙছেন! বাংলা জয়ে 'কার্পেট বম্বিং' Modi-র

নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটে প্রায় ১৭টি সভা করেছিলেন নরেন্দ্র মোদী। এর আগে কোনও প্রধানমন্ত্রীই বাংলায় এতগুলি সভায় আসেননি। বিধানসভা ভোটে তাঁর কতখানি গরজ থাকে, সেই জল্পনা ছিল। তবে বিধানসভা ভোটেও বিজেপির প্রচার হতে চলেছে মোদীময়। নিজের রেকর্ড ভাঙতে চলেছেন মোদী। সব ঠিকঠাক থাকলে ব্রিগেডের পর রাজ্যে আরও ১৯টি সভা করার কথা তাঁরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই (Narenra Modi) বিজেপির মুখ। ব্যক্তি মোদীর ক্যারিশ্মাতেই গোটা দেশে রাজত্ব বিস্তার করেছে বিজেপি। বাংলার নির্বাচনের (WB Election 2021) আগে মোদীর উপরেই আরও একবার ভরসা রাখছে গেরুয়া শিবির। হলদিয়ার সভায় নির্বাচনী প্রচারের ঢাকে কাঠি দিয়েছিলেন মোদী (Narendra Modi)। এরপর হুগলিতে সভা করেছেন। ব্রিগেডের জনসভায় ভিড় দেখে বিস্মিত হয়েছিলেন। এবার 'কার্পেট বম্বিং'য়ের কায়দায় একের পর এক সভা করতে চলেছেন নমো (NAMO)।

১৮ মার্চ প্রথম সভা পুরুলিয়া। এরপর ২০ তারিখ খড়্গপুরে। বাঁকুড়ায় ২২ মার্চ, ২৪ মার্চ কাঁথি, ১ এপ্রিল মথুরাপুর ও উলুবেড়িয়া এবং ৩ এপ্রিল আরামবাগের সভা। কোচবিহার, সোনারপুর ৬ এপ্রিল সভা করবেন মোদী। ১০ এপ্রিল শিলিগুড়ি, ১২ এপ্রিল কল্যাণী ও বর্ধমান, ১৪ এপ্রিল বারাসত ও কৃষ্ণনগর, ১৭ এপ্রিল গঙ্গারামপুর, ২০ এপ্রিল মুর্শিদাবাদ, ২২ এপ্রিল আসানসোল ও মালদহ এবং ২৩ এপ্রিল দক্ষিণ কলকাতা। 

মোদীর পাশাপাশি অমিত শাহ (Amit Shah) ও জেপি নাড্ডারা (JP Nadda) একাধিক সভা করবেন রাজ্যে। দিন কয়েক আগে সংসদীয় দলের বৈঠকে দাবি করেন, বাংলায় জয় নিশ্চিত। সেজন্য প্রচারে বেশি সময় দিচ্ছেন মোদী। দীর্ঘদিনের বামমনস্ক রাজ্যে অসাধ্য সাধন করতে চাইছেন প্রধানমন্ত্রী। বিজেপির এক নেতার কথায়,'নামটা যখন নরেন্দ্র মোদী। তখন অসাধ্য কিছুই নয়।'      

আরও পড়ুন- WB assembly election 2021: নন্দীগ্রাম কাণ্ডের পর সতর্ক কমিশন, VIP নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ভাবনা

.