WB Election 2021: দুর্ঘটনাই, Mamata-র উপরে হামলার প্রমাণ নেই, Election Commission-এ রিপোর্ট দুবের

নন্দীগ্রামে (Nandigram) মমতার (Mamata Banerjee) চোট নিয়ে রিপোর্ট জমা বিশেষ পর্যবেক্ষকের।  

Updated By: Mar 13, 2021, 07:47 PM IST
WB Election 2021: দুর্ঘটনাই, Mamata-র উপরে হামলার প্রমাণ নেই, Election Commission-এ রিপোর্ট দুবের

নিজস্ব প্রতিবেদন: দুর্ঘটনা। হামলার প্রমাণ নেই। নন্দীগ্রামে মমতার চোট-কাণ্ডে এই রিপোর্ট বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে (Vivek Dubey) নির্বাচন কমিশনে (Election Commission) জমা দিয়েছেন বলে সূত্রের খবর। এর আগে রাজ্যের মুখ্যসচিবের রিপোর্টেও হামলার কথা উল্লেখ ছিল না। 
     
নন্দীগ্রামে ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আঘাত নিয়ে তদন্তের পর কমিশনে রিপোর্ট জমা দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক বিকাশ দুবে (Vivek Dubey)। সূত্রের খবর, রিপোর্টে লেখা হয়েছে, মমতার চোট নেহাতই দুর্ঘটনা। হামলার কোনও প্রমাণ মেলেনি। ফলে, 'হামলা' শব্দটি রিপোর্টে কোথাও নেই। 

মুখ্যসচিবের রিপোর্টেও বলা হয়েছে, বিরুলিয়া বাজারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছিলেন। ধীর গতিতে চলছিল গাড়ি। তখনই গাড়ির দরজা বন্ধ হয়ে যেতে পা চেপে যায় মুখ্যমন্ত্রীর। তবে কমিশন মনে করছে, ওই রিপোর্টে আরও তথ্য প্রয়োজন। মুখ্যসচিবের কাছে দু'টি বিষয় জানতে চাওয়া হয়েছে। গাড়ির দরজায় কীভাবে ধাক্কা লাগল? আর দরজা বন্ধ হওয়ার কারণ কী? এদিকে, পুলিস সুপারের কাছেও ২৪ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কমিশন। তিনি ৮ পাতার রিপোর্ট পাঠিয়েছিলেন। তবে কমিশন একেবারে সময় ধরে ধরে মমতার কর্মসূচি জানতে চেয়েছে বলে সূত্রের খবর।  

১০ মার্চ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গাড়িতে বসেই দাবি করেছিলেন, ইচ্ছাকৃতভাবে ৪-৫ জন ধাক্কা দিয়ে গাড়ির দরজা বন্ধ করে দেয়। যদিও পরের দিন মুখ্যমন্ত্রীর ভিডিয়োবার্তায় ষড়যন্ত্রের কথাই ছিল না। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে দলনেত্রীর উপরে হামলার অভিযোগ করেছে। 

আরও পড়ুন- WB assembly election 2021: কান্দাহার বিমান অপহরণের সময়ে পণবন্দি হয়ে যেতে চেয়েছিলেন Mamata: Yashwant

.