জানেন কেন এখনও জাঁকিয়ে শীত পড়ছে না?

বিহারের কাছে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সঙ্গে রাজস্থানের ঘূর্ণাবর্ত তো ছিলই। এর জেরে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। ফলে থমকে গিয়েছে শীত। নববর্ষের শুরুতেও তাই শীতের আমেজ থেকে বঞ্চিত কলকাতার মানুষ। তাপমাত্রার পারদ কিছুতেই নামছে না। মন্দের ভাল এটাই যে, দিনের তাপমাত্রা কিছুটা কম থাকছে। কিন্তু গড় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে থাকছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় যা ৪ ডিগ্রি বেশি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী চব্বিশ ঘণ্টা পর দুর্বল হবে ঘূর্ণাবর্ত। এখন কলকাতাবাসীদের মনে একটাই প্রশ্ন, তাহলে কি এবছর আর জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে না?

Updated By: Jan 2, 2017, 08:04 PM IST
জানেন কেন এখনও জাঁকিয়ে শীত পড়ছে না?

ওয়েব ডেস্ক: বিহারের কাছে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সঙ্গে রাজস্থানের ঘূর্ণাবর্ত তো ছিলই। এর জেরে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। ফলে থমকে গিয়েছে শীত। নববর্ষের শুরুতেও তাই শীতের আমেজ থেকে বঞ্চিত কলকাতার মানুষ। তাপমাত্রার পারদ কিছুতেই নামছে না। মন্দের ভাল এটাই যে, দিনের তাপমাত্রা কিছুটা কম থাকছে। কিন্তু গড় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে থাকছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় যা ৪ ডিগ্রি বেশি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী চব্বিশ ঘণ্টা পর দুর্বল হবে ঘূর্ণাবর্ত। এখন কলকাতাবাসীদের মনে একটাই প্রশ্ন, তাহলে কি এবছর আর জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে না?

আরও পড়ুন আপনি কি বাড়ি-গাড়ি কেনার কথা ভাবছেন? তা হলে আপনার জন্য সুখবর

আরও পড়ুন মাত্র ২ মিনিটে শিখে বাড়িতে বানিয়ে ফেলুন ‘ক্ষীর’

.