আরও ঝড়-বৃষ্টির পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার, কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে। গত দুদিন ধরে উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্সেও বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার, কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে। গত দুদিন ধরে উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্সেও বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
গতকাল, আলিপুরে কালবৈশাখী গতিবেগ ছিল ঘণ্টায় ৯২ কিলোমিটার। বাতাসে জলীয় বাষ্প কম থাকায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল কম। তবে, দক্ষিণবঙ্গের জেলগুলিতেও বৃষ্টি হয়েছে। ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা কমায় স্বস্তি পেয়েছেন মানুষ। বুধবারের ঝড়ের পর বৃহস্পতিবারও সকালেও খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা ভবানীপুরে কেবল টিভি, ইন্টারনেট ও বিদ্যুত্ সংযোগ ব্যাহত হয়েছে। ঝড়ে গাছ পড়ে যাওয়ায় হরিশ মুখার্জি রোডে বন্ধ হয়ে যায় যান চলাচল। একটি মাত্র ক্রেন কাজ করায় পরিস্থিতি স্বাভাবিক হতে দেরি হয়।