Weather Update: গরমে নাজেহাল! রাজ্যের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কোনও বদল হবে না। তবে উপকুলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকবে
নিজস্ব প্রতিবেদন: ভ্য়াপসা এই গরমে রাজ্যের ৫ জেলার বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে দক্ষিণের ৩ জেলাতেও। তবে কলকাতার ভাগ্যে আপাতত নেই বৃষ্টি। তবে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শহরবাসীর স্বস্তি এটুকুই।
সোমবার আলিপুর আবহাওয়া দফতরের উপ মহানির্দেশক সঞ্জীব বন্দোপাধ্যায় বলেন, আগামী ৫ দিন উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাগুলি অর্থাত্ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে। অন্যদিকে, দুই দিনাজপুর ও মালদহে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখন বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাত্ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে আগামী ২৪ ঘণ্টায় নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের কিছুটা অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। তবে তার সম্ভাবনা বেশ ক্ষীণ।
অন্যদিকে, কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কোনও বদল হবে না। তবে উপকুলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকবে।
আরও পড়ুন-স্ত্রী'কে 'উত্যক্ত করত' প্রতিবেশী যুবক, প্রতিবাদ করে 'চরম পরিণতি' স্বামীর