West Bengal 3rd Phase Election 2021: ব্রাত্যর সমর্থনে রোড শো 'ধন্যি মেয়ে' জয়ার

এর থেকে আনন্দের আর কী হতে পারে আমার জন্য, জানান ব্রাত্য।

Updated By: Apr 6, 2021, 06:07 PM IST
West Bengal 3rd Phase Election 2021: ব্রাত্যর সমর্থনে রোড শো 'ধন্যি মেয়ে' জয়ার

নিজস্ব প্রতিবেদন: ব্রাত্য বসুর সমর্থনে রোড শো করলেন জয়া বচ্চন।

মঙ্গলবার দুপুরে দমদম বিধানসভার অন্তর্গত দমদম ক্যান্টনমেন্টের গোরাবাজার ও পার্শ্ববর্তী এলাকায় দমদমের তৃণমূল প্রার্থী তথা এ শহরের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসুর (bratya basu) সমর্থনে রোড শো করলেন সমাজবাদী পার্টির (samajwadi party) নেত্রী রাজ্যসভার সাংসদ ও বিশিষ্ট বলিউড অভিনেত্রী জয়া বচ্চন (jaya bachchan)

আরও পড়ুন:  West Bengal 3rd Phase Election 2021: হাসপাতালে গিয়েও রেহাই নেই, উলুবেড়িয়ায় 'আক্রান্ত' বিজেপি প্রার্থী Papiya Adhikari

এদিন জয়া বচ্চনকে দেখতে ও তৃণমূলকে সমর্থন জানাতে অসংখ্য মানুষ রাস্তায় বেরিয়ে আসেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। ব্রাত্য বসু বলেন, বাংলার মেয়ে বাংলার ধন্যি মেয়েকে চায়। এই মহানগর মহানগরের নায়িকা তাঁর সাথে যাচ্ছেন, এর থেকে আনন্দের আর কী হতে পারে আমার জন্য।

প্রসঙ্গত, জয়া বচ্চন তৃণমূলের হয়ে রাজ্যে প্রচারে আসায় প্রথম থেকেই তাঁকে নিয়ে নানা মন্তব্য করেছে বিজেপি। এখানে জয়াকে ক'জন চেনেন, ক'বার তিনি বাংলায় এসেছেন ইত্যাদি প্রশ্নও তুলে দেন বিজেপি নেতৃত্ব। যদিও জয়া এসব উপেক্ষা করে মমতার ঢালাও প্রশংসা করে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন। 

আরও পড়ুন: বিজেপির তারকা প্রার্থী 'যশ'-র প্রচারে 'মহা' তারকা মিঠুন

.