ভিডিয়ো: রীতি মেনে নারকেল ফাটিয়ে রথযাত্রার সূচনা নববধূ নুসরতের
বৃহস্পতিবার রীতিমতো বধূবেশে ইস্কনের রথযাত্রায় সামিল হন বসিরহাটের সাংসদ।
নিজস্ব প্রতিবেদন: রীতি মেনে নারকেল ফাটিয়ে ইস্কনের রথযাত্রার সূচনা করলেন তৃণমূল সাংসদ নুসরত। তাঁর সঙ্গে ছিলেন স্বামী নিখিল জৈন ও অভিনেতা সোহম।
বৃহস্পতিবার রীতিমতো বধূবেশে ইস্কনের রথযাত্রায় সামিল হন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। সদ্য নিখিল জৈনের সঙ্গে তুরস্কে সাত পাকে বাঁধা পড়েছেন টলি অভিনেত্রী। এদিন রথযাত্রায় গলায় মঙ্গলসূত্র, মাথায় সিঁদুর ও হাতে চূড়া পরে একেবারে নববধূর সাজে হাজির হন নুসরত। বিশেষ অতিথি হিসেবে তাঁকে আমন্ত্রণ করেছিল ইস্কন কর্তৃপক্ষ।
রীতি মেনে রথ চলার আগে নারকেল জল দিয়ে শুদ্ধি করেন নুসরত, নিখিল ও সোহম। এরপর আম্রপল্লব দিয়ে চন্দনের জল ছিঁটিয়ে দেন মুখ্যমন্ত্রী। নুসরতকেও জল ছেঁটাতে দেখা গিয়েছে।
#WATCH Kolkata: West Bengal Chief Minister Mamata Banerjee and TMC MP Nusrat Jahan flag off #JagannathRathYatra pic.twitter.com/Qf0hgyVeXu
— ANI (@ANI) July 4, 2019
এদিন সাংসদ তথা নুসরত জাহান অভিনেত্রী বলেন, ''ইস্কনের তরফে আমায় এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সেজন্য আমি ভীষণ খুশি। এটা আমার সৌভাগ্য। পশ্চিমবঙ্গে আমরা সব সময় জাতি ভেদাভেদ নির্বিশেষে সমস্ত উৎসব পালন করি। বাংলা সম্প্রীতির প্রতীক। আগামী দিনেও আমরা এভাবেই জাতি ভেদাভেদ ভুলে যেন সমস্ত উৎসব পালন করি সেই প্রার্থনাই করবো।''
আরও পড়ুন- মায়াপুরে ৭০০ একর জমিতে তৈরি হচ্ছে পবিত্র তীর্থ ইসকন নগরী: মমতা