West Bengal Election 2021: ভোটের আগে ময়দানে পাকড়াও ভাবিন রসিকলাল, উদ্ধার টাকার বান্ডিল

কিংয়ের সময় তাঁর ব্যাগ দেখতে চান পুলিস কর্মীরা। রাজি হননি। দৌড় দেন। 

Updated By: Apr 5, 2021, 07:22 PM IST
West Bengal Election 2021: ভোটের আগে ময়দানে পাকড়াও ভাবিন রসিকলাল, উদ্ধার টাকার বান্ডিল

নিজস্ব প্রতিবেদন:ময়দানের মেট্রো স্টেশনে ঢুকছিলেন। চোখে-মুখে একটা সন্ত্রস্তভাব! সন্দেহ হয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিসের। 'মহাশয়ে'র কাছে ব্যাগ দেখতে চান। কিন্তু, চম্পট দেন ওই ব্যক্তি। তাড়া করে ধরা পড়তেই ব্যাগ থেকে বেরিয়ে এল টাকার বান্ডিল। সবমিলিয়ে ৫ লক্ষ টাকা। ভোটের আগে ময়দানে এই ঘটনায় স্বাভাবিকভাবে ঘনীভূত হয়েছে রহস্য।  

ঠিক কী ঘটেছে? 

ময়দান মেট্রো স্টেশনে ঢুকছিলেন ওই ব্যক্তি। চেকিংয়ের সময় তাঁর ব্যাগ দেখতে চান পুলিস কর্মীরা। রাজি হননি। দৌড় দেন মধ্যবয়সী ওই ব্যক্তি। তাঁকে ধরে ফেলে পুলিস। তাঁর ব্যাগ পরীক্ষা করে মেলে একটি কালো প্লাস্টিক। তার ভিতরে মেলে ৫ লক্ষ টাকা।    

নাম-ধাম জিজ্ঞেস করে পুলিস। প্রথমে নিজের ভুয়ো নাম বলেন তিনি। পরে তিনি স্বনাম জানান, 'ভাবিন রসিকলাল জোশী।' জনৈক ভাবিন রসিকলাল গুজরাটি বলে জানতে পেরেছে পুলিস। ভোটের আগে টাকা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। ভাবিন রসিকলাল জোশী এই টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন, সে বিষয়টি অস্পষ্ট। কেনই বা তিনি পুলিসকে বিভ্রান্ত করেছিলেন, তা নিয়ে রয়েছে প্রশ্ন। 

.