Group D Agitation: ধর্মতলায় নবান্ন! নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী সাজলেন চাকরিপ্রার্থী
নিয়োগের দাবিতে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মুর্তির সামনে রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। সরকারের দৃষ্টি আকর্ষণ করতে অভিনব কায়দায় বিক্ষোভ।
রণয় তেওয়ারি: ধর্মতলায় ধরনা-আন্দোলন চলছে এখনও। নিয়োগ হবে কবে? এক চাকরিপ্রার্থীকেই এবার সাজানো হল মুখ্যমন্ত্রী, আর আন্দোলনের মঞ্চই হয়ে উঠল নবান্ন! সরকারের দৃষ্টি আকর্ষণ করতে অভিনব কায়দায় বিক্ষোভে শামিল গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।
রাজ্যে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ অব্যাহত। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তি সামনে যাঁরা ধরনা দিচ্ছেন, তাঁরা রাজ্য সরকারের গ্রুপ ডি পদে কর্মপ্রার্থী। আজ, রবিবার এই ধরনা ১০৯ দিনে পড়ল। আন্দোলনকারীদের দাবি, সরকারের তরফে তাঁদের দাবিদাওয়া নিয়ে এখনও পর্যন্ত আশ্বাস মেলেনি।
আরও পড়ুন: Mamata Banerjee: 'আমার মধ্যে সেই লড়াই এখনও বেঁচে আছে', সিঙ্গুর আন্দোলনের স্মৃতিচারণায় মুখ্যমন্ত্রী
এদিন মুখ্যমন্ত্রী ও নবান্নকেই ধর্মতলায় নিয়ে এলেন আন্দোলনকারীরা! কীভাবে? মুখ্যমন্ত্রী সাজলেন এক চাকরিপ্রার্থী। মাতঙ্গিনী হাজরা মূর্তির সামনে যেখানে ধরনা দিচ্ছেন চাকরিপ্রার্থীরার, সেই জায়গাটিকে প্রতীকী নবান্নে হিসেবে সাজানো হয়েছিল। মুখ্যমন্ত্রীর কাছে ঠিক যেভাবে দাবিদাওয়া পেশ করেন সাধারণ মানুষ, ধর্মতলায় ঠিক সেভাবেই নিয়োগের দাবি জানালেন রাজ্য সরকারে গ্রুপ ডি চাকরিপ্রার্থীরাও। নবান্নে বসে ফাইলও দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়!
কেন রাস্তায় নামতে হল গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের? রাজ্য বিধানসভা ভোট তখন দোরগোড়া। ২০১৬ সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্য সরকারের গ্রুপ ডি পদে ৬০ হাজার ছেলেমেয়েকে নিয়োগ করা হবে। এমনকী, সেবছরই গ্রুপ ডিতে ৬ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করা হয়। নিয়োগের পরীক্ষায় পাস করেছিলেন ১৮ হাজারের মতো কর্মপ্রার্থী।
আন্দোলনকারীদের দাবি, যাঁরা পরীক্ষা পাস করেছিলেন, তাঁরা সকলেই ইন্টারভিউ দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত চাকরি পেয়েছেন মাত্র ৫ হাজার ৪২২ জন। কেন? অস্বচ্ছভাবে নিয়োগের অভিযোগে ধরনায় বসেছেন চাকরিপ্রার্থীরা। রাজ্য সরকারের গ্রুপ ডি পদে নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।