শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে গেল ট্রাম কোম্পানির পঞ্চাশ লাখের বাস
রক্ষনাবেক্ষণের কাজ করতে গিয়ে দেখা যায় গাড়িটির মাড গার্ডের ওপরের একটি অংশে ঝালাইয়ের প্রয়োজন। আর সেই কাজ শুরু করতে গিয়েই বিপত্তি
অয়ন ঘোষাল: শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেল ট্রাম কোম্পানির একটি বাসের ইঞ্জিন ও এসি প্যানেল। ওই ইলেক্ট্রিক বাসটির দাম প্রায় ৫০ লাখ টাকা। মাত্রা ৬ মাস আগে কেনা হয় বাসটি।
আরও পড়ুন-বুধবার থেকে হালকা, সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বাসটি এসে দাঁড়ায় নোনাপুকুর ট্রাম ডিপোয়। যাওয়ার কথা ছিল শ্যামবাজার হয়ে বিটি রোড দিয়ে ডানলপ। ডিপো ছাড়ার আগে বাসটির রক্ষনাবেক্ষণের কাজ চলছিল।
আরও পড়ুন-সল্টলেকে তৃণমূল কর্মীর ওপরে অ্যাসিড হামলা, আটক বিজেপি কর্মী
এদিন, রক্ষনাবেক্ষণের কাজ করতে গিয়ে দেখা যায় গাড়িটির মাড গার্ডের ওপরের একটি অংশে ঝালাইয়ের প্রয়োজন। আর সেই কাজ শুরু করতে গিয়েই বিপত্তি। ওয়েল্ডিং প্যানেলের শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় বাসটিতে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এন্টালির দমকল কেন্দ্রে। দমকল এসে আগুন নেভালেও বাঁচানো যায়নি বাসের ইঞ্জিনটি।