কলকাতার নতুন অতিথি জমাটি শীত

রবিবারের তুলনায় সোমবার কমলো কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, মেঘ ঢোকার কারণে বাড়বে তাপমাত্রা। রবিবার রাতে মেঘ ঢুকলেও উত্তরে হাওয়ার জোরালো গতির জন্য তাপমাত্রা বাড়েনি খুব বেশি।

Updated By: Dec 3, 2012, 10:56 AM IST

রবিবারের তুলনায় সোমবার কমলো কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, মেঘ ঢোকার কারণে বাড়বে তাপমাত্রা। রবিবার রাতে মেঘ ঢুকলেও উত্তরে হাওয়ার জোরালো গতির জন্য তাপমাত্রা বাড়েনি খুব বেশি।
পাশাপাশি, নিম্নচাপ দুর্বল হয়ে যাওয়ার কারণে তাপমাত্রা খানিকটা কমেছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা একই রকম থাকলেও এরপর থেকে কলকাতায় আবার জাঁকিয়ে পড়বে শীত। পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

.