শীতের অপেক্ষায়

আসছে শীত। আগামী আটচল্লিশ ঘণ্টায় সর্বনিম্ন তামপাত্রা আরও দু-ডিগ্রি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও শহরে শীত আসার নির্ধারিত সময় নভেম্বরের শেষ সপ্তাহ। তবে তার আগেই হীমেল হাওয়া বইতে শুরু করেছে তরাই ও ডুয়ার্সে।

Updated By: Oct 27, 2011, 10:42 PM IST

আসছে শীত। আগামী আটচল্লিশ ঘণ্টায় সর্বনিম্ন তামপাত্রা আরও দু-ডিগ্রি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও শহরে শীত আসার নির্ধারিত সময় নভেম্বরের শেষ সপ্তাহ। তবে তার আগেই হীমেল হাওয়া বইতে শুরু করেছে তরাই ও ডুয়ার্সে। ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের বাধা কাটিয়ে যতই আকাশ রোদ ঝলমলে হচ্ছে ততই নামছে সর্বনিম্ন তাপমাত্রা। রাজ্যজুড়ে শীতের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী আটচল্লিশ ঘণ্টায় রাজ্যের সর্বত্রই তাপমাত্রা আরও নামবে। এমনিতেই
উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীত পড়ে যায় আগেই। ফলে তরাই ও ডুয়ার্সে কড়া নাড়ছে শীত।

.