কেমন যেন শীত শীত লাগছে...
উত্তুরে হাওয়ার হাত ধরেই রাজ্যে এখন শীতের আমেজ । এক ধাক্কায় শহরের তাপমাত্রা নামল ৩ ডিগ্রি সেলসিয়াস। শহরের আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও তাপমাত্রা নেমে গেছে ১৪ ডিগ্রিতে।
ওয়েব ডেস্ক: উত্তুরে হাওয়ার হাত ধরেই রাজ্যে এখন শীতের আমেজ । এক ধাক্কায় শহরের তাপমাত্রা নামল ৩ ডিগ্রি সেলসিয়াস। শহরের আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও তাপমাত্রা নেমে গেছে ১৪ ডিগ্রিতে।
ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড়, নিম্নচাপের বাধা কাটিয়ে অবশেষে রাজ্যে ফিরল শীতের আমেজ। আকাশ পরিষ্কার থাকার কারণে উত্তর পশ্চিম দিক থেকে ঠাণ্ডা বাতাস ঢুকতে শুরু করেছে রাজ্যে। আর সেই কারণেই শুক্রবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা নামতে নামতে রবিবার সতেরো ডিগ্রিতে পৌছেছে। শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে নেমে গিয়েছে।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তাপমাত্রা রয়েছে চোদ্দ ডিগ্রির কাছাকাছি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ার পরেই রাজ্যে শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে আবহাওয়াবিদদের মতে এখনও শীত পড়ার মত পরিস্থিতি তৈরি হয়নি। আর সেকারণেই আপাতত শীতের আমেজেই খুশি থাকতে হবে রাজ্যবাসীকে।