ফের চলন্ত বাসে শ্লীলতাহানি, এবার টালায়

ফের চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ উঠল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে টালা পোস্ট অফিসের কাছে। দমদম থেকে ৩০ বি বাসে উঠেছিলেন শ্যামপুরের বাসিন্দা ওই মহিলা। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। অভিযোগ বাসের যাত্রী এক মদ্যপ ব্যক্তি মহিলার সঙ্গে অশালীন আচরণ করে। তাঁর শ্লীলতাহানি করে।

Updated By: Jul 27, 2013, 11:30 AM IST

ফের চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ উঠল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে টালা পোস্ট অফিসের কাছে। দমদম থেকে ৩০ বি বাসে উঠেছিলেন শ্যামপুরের বাসিন্দা ওই মহিলা। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। অভিযোগ বাসের যাত্রী এক মদ্যপ ব্যক্তি মহিলার সঙ্গে অশালীন আচরণ করে। তাঁর শ্লীলতাহানি করে।
টালা পোস্ট অফিসের কাছে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। সে সময় মহিলার দাদা তাকে ধরে ফেলেন। অভিযুক্তকে মারধর করা হয়। পরিবারের অভিযোগ, ওই মদ্যপ ব্যক্তিকে পুলিসের হাতে তুলে দিতে গেলে, সে টাকা দিয়ে সব মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেয়। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগে টালা ব্রিজে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, অবরোধ তুলতে এসে লাঠি চার্জ করে পুলিস। রাতে চিত্‍পুর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন নিগৃহীতা মহিলা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস।

.