কর্মী সংগঠন তৈরি হল তাজ হোটেলে

শেষ পর্যন্ত কর্মী-সংগঠন তৈরি হল তাজবেঙ্গল হোটেলে। গত রবিবার হোটেলে কর্মী সংগঠন তৈরির উদ্যোগ নিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু শিল্পমন্ত্রী বাধা দেওয়ায়, সেই কর্মীরা এবার কংগ্রেসের কর্মী সংগঠন  তৈরি করল এই সুপার ডিলাক্স ফাইভ স্টার হোটেলে।

Updated By: Mar 29, 2013, 08:43 PM IST

শেষ পর্যন্ত কর্মী-সংগঠন তৈরি হল তাজবেঙ্গল হোটেলে। গত রবিবার হোটেলে কর্মী সংগঠন তৈরির উদ্যোগ নিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু শিল্পমন্ত্রী বাধা দেওয়ায়, সেই কর্মীরা এবার কংগ্রেসের কর্মী সংগঠন  তৈরি করল এই সুপার ডিলাক্স ফাইভ স্টার হোটেলে।
 
গত রবিবার, আইএনটিটিইউসির পতাকায় ছয়লাপ হয়ে যায় তাজবেঙ্গল হোটেল চত্বর। সেদিন কর্মীদের নিয়ে সংগঠন গড়ে শাসকদলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। কিন্তু রাতেই রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, কর্মী সংগঠন তৈরিতে দলের অনুমোদন নেই। এতে ক্ষুণ্ণ হয়েছে দলের ভাবমূর্তি।  
এক সপ্তাহও কাটেনি। কর্মী ইউনিয়ন গড়ে উঠল তাজবেঙ্গলে। এবার কর্মীদের পাশে কংগ্রেস। শুক্রবার প্রধান ফটকের সামনে আইএনটিইউসির সভা হল। কর্মী সংগঠনের পক্ষে সেই এক মুখ। এক তাঁর বক্তব্য। শিল্পমন্ত্রী আপত্তি তোলায় যে দল বদল করে কর্মী সংগঠন, তা মানছেন কর্মী সংগঠনের নেতারা।
হোটেলে কর্মী সংগঠনের জেরে তাজবেঙ্গল হারাতে পারে ফাইভ স্টার ডিলাক্সের তকমা। কারণ, পরিষেবার মাপকাঠির ভিত্তিতে বড় হোটেলগুলিকে এ ধরনের তকমা দেওয়া হয়। কর্মী সংগঠনের  জেরে পরিষেবা ব্যাহত হলে সুনাম ও ব্যবসা, দুইই যে মার খাবে, তা নিয়ে আশঙ্কায় টাটা গোষ্ঠী। যদিও একে আমল দিতে নারাজ আইএনটিইউসি।
 

.