যশোধরা বাগচি প্রয়াত

Updated By: Jan 9, 2015, 01:50 PM IST
যশোধরা বাগচি প্রয়াত

মারা গেলেন নারী শিক্ষা ও নারী আন্দোলনের নিরলস কর্মী যশোধরা বাগচি। বয়স হয়েছিল সাতাত্তর বছর। শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

বহুমুখী প্রতিভার অধিকারী যশোধরা বাগচি জন্মেছিলেন ১৯৩৭ সালে। প্রেসিডেন্সিতে পড়াশোনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অধ্যাপনা শুরু করেন। ১৯৮৮ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ উইমেন্স স্টাডিজ প্রতিষ্ঠা করেন তিনি। সচেতনা নামে একটি নারী সংগঠনও প্রতিষ্ঠা করেন। নারীশিক্ষা, নারীদের সাহিত্য, এসব বিষয়ে নিরলস ভাবে গবেষণা করে গিয়েছেন যশোধরা বাগচি। অর্থনীতিবিদ অমিয় কুমার বাগচির সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন। ২০০৮ সালে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন হন যশোধরা বাগচি। বহুমাত্রিক সেই জীবনপথে আজ দাঁড়ি পড়ল।

.