close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

মিলেনিয়াম পার্কে কলকাতা পুলিসের মহিলা কর্মীকে কামড়ে দিল যুবক

পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ মাজিদ ওরফে মুন্না, মহম্মদ আজাদ এবং আরও চার মহিলা। সকলেই কলকাতার এন্টালি থানার মেহের আলি লেনের বাসিন্দা।

Updated: Feb 9, 2019, 01:02 PM IST
মিলেনিয়াম পার্কে কলকাতা পুলিসের মহিলা কর্মীকে কামড়ে দিল যুবক

নিজস্ব প্রতিবেদন: দ্য উইনার্স। মহিলাদের সুরক্ষায় কলকাতা পুলিসের বিশেষ বাহিনী। এবার সেই বাহিনীর এক মহিলা কনস্টেবল আক্রান্ত হলেন। শুক্রবার সন্ধ্যায় তাঁরা যখন কলকাতার মিলেনিয়াম পার্কে টহল দিচ্ছিলেন, তখনই তাঁর হাতে কামড়ে দেয় এক যুবক।

আরও পড়ুন: দমদম ক্যান্টনমেন্টে অটোচালকদের তাণ্ডব, রাস্তায় ফেলে বেধড়ক মার তথ্যপ্রযুক্তি কর্মীকে

প্রসঙ্গত, কলকাতা পুলিশের মহিলা-বাহিনী দ্য উইনার্স মূলত মহানগরে নারীদের উপর হওয়া অপরাধের উপর নজরদারি চালায়। এই বাহিনীর মহিলা কর্মীরা মূলত সাদা পোশাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। গত কয়েক মাসে এই বাহিনীর হাতে বহু ইভটিজার ধরা পড়েছে।

কলকাতা পুলিসের একটি সূত্র থেকে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সেভাবেই তাদের একটি দল কলকাতার মিলেনিয়াম পার্কে টহল দিচ্ছিল। পার্ক বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে সেখানে দুই যুবক ও বিভিন্ন বয়সের চার মহিলাকে দেখেন দ্য উইনার্সের এক মহিলা কর্মী।

আরও পড়ুন: অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ, উত্তেজনা এনআরএস হাসপাতালে

তিনি জিজ্ঞাসাবাদ করতে এগিয়ে যান। অভিযোগ, সেই সময় দুই যুবক তাঁর সঙ্গে অভব্য আচরণ করে। নিজের পরিচয় দেওয়ার পরও তাঁর সঙ্গে বচসা চালাতে থাকে ওই দুইজন। তখন আরও কয়েকজন মহিলা কর্মী আসেন। এর পর গোলমালে আরও বাড়ে।

অভিযোগ, সেই সময় এক মহিলা কর্মীকে কামড়ে দেয় এক যুবক। অন্য এক মহিলা কর্মীও হাতে আঘাত পান। এই পরিস্থিতিতে উত্তর বন্দর থানা থেকে পুলিস গিয়ে গ্রেফতার করে ওই ছ'জনকে।

আরও পড়ুন: সিবিআই আধিকারিকের স্ত্রীর আর্থিক লেনদেন নিয়ে তদন্তে কলকাতা পুলিস

পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ মাজিদ ওরফে মুন্না, মহম্মদ আজাদ এবং আরও চার মহিলা। সকলেই কলকাতার এন্টালি থানার মেহের আলি লেনের বাসিন্দা।