পাঁচ তলা থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু যুবকের, আত্মহত্যা না খুন?
নীরজকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে, চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদন: বহুতল থেকে পড়ে মৃত্যু যুবকের। ঘটনাটি ঘটেছে বালিগঞ্জের শরত্ বোস রোড এলাকায়। মৃতের নাম নীরজ পরসরামক (৩২)।
বৃহস্পতিবার সকালে কাজে যাওয়ার পর আমচকাই জোরে কিছু পড়ার শব্দ শুনতে পান ওই আবাসনের নিরাপত্তারক্ষী। ছুটে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন নীরজ। পাশের গাড়ির কাচও ভেঙে গিয়েছে। উপর থেকে প্রথমে গাড়ির ওপর পড়ে মাটিতে পড়েন নীরজ,তা আঁচ করতে পারেন নিরাপত্তারক্ষী। তাঁর চিত্কারে স্থানীয়রা ছুটে আসেন।
নীরজকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে, চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিস। স্থানীয়দের সঙ্গে কথা বলে। জানা গিয়েছে, নীরজের মায়ের মৃত্যু হয়েছে কয়েক বছর আগে। তারপরই তাঁর বাবার মৃত্যু হয়। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন নীরজ।
মানসিক অবসাদেই নীরজ বহুতল থেকে ঝাঁপ দিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিস। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিছকই আত্মহত্যা, নাকি তাঁকে ছাদ থেকে কেউ ঠেলে ফেলে দিয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিস।