Buddha Purnima 2024: বুদ্ধ পূর্ণিমায় তুষ্ট করুন মা লক্ষ্মীকে, ধনদেবীর আর্শীবাদে সুখ-সমৃদ্ধি জীবনে...

রাত পোহালেই বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমা৷ এ বছর এই তিথি বৈশাখের পরিবর্তে পালিত হচ্ছে জ্যৈষ্ঠে৷ বৃহস্পতিবার বা লক্ষ্মীবারে এই তিথি পড়ায় সেটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ৷ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, এটি এপ্রিল বা মে মাসেই পালিত হয় সাধারণত। বু

Updated By: May 22, 2024, 05:22 PM IST
Buddha Purnima 2024: বুদ্ধ পূর্ণিমায় তুষ্ট করুন মা লক্ষ্মীকে, ধনদেবীর আর্শীবাদে সুখ-সমৃদ্ধি জীবনে...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুদ্ধ পূর্ণিমার দিন বৌদ্ধ এবং হিন্দু উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। ভগবান ছাড়াও বুদ্ধের উপাসনা করে, লোকেরা ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীরও পূজা করে। আসলে, এই দিনটি দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, বিশেষ করে যদি আপনি আর্থিক এবং অন্যান্য সমস্যায় জর্জরিত হন তাহলে আসুন জেনে নেওয়া যাক কিভাবে লক্ষ্মীকে তুষ্ট করবেন। 

আরও পড়ুন, Travel advisory: বিরাট আপডেট! পাহাড়ে যাওয়ার প্ল্যান থাকলে এক্ষুনি বাতিল করুন...

রাত পোহালেই বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমা৷ এ বছর এই তিথি বৈশাখের পরিবর্তে পালিত হচ্ছে জ্যৈষ্ঠে৷ বৃহস্পতিবার বা লক্ষ্মীবারে এই তিথি পড়ায় সেটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ৷ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, এটি এপ্রিল বা মে মাসেই পালিত হয় সাধারণত। বুদ্ধ পূর্ণিমা ভেসক বা বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত। বিশ্বজুড়ে এই বিশেষ দিন অত্যন্ত আনন্দের সঙ্গে পালিত হয়।

২২ মে সন্ধ্যা ৬/২/৩১ -এ পূর্ণিমা শুরু হবে এবং ২৩ মে সন্ধ্যা ৬/৪৬/২৮ পর্যন্ত থাকবে। এই দিনে পুণ্যস্নান, দানধ্যানের জন্য এই তিথি আদর্শ৷ লক্ষ্মী ও নারায়ণের পুজো করাও অত্যন্ত পুণ্যের৷ বছরভর দেবীলক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়৷ কোনও সঙ্কট, বাধা বিঘ্ন স্পর্শ করতে পারবে না৷ কিছু কাজ করলে একদিকে ব্যক্তির জীবন ধন-ধান্যে ভরে যায়, অন্য দিকে মানসিক শান্তি ও সুখ লাভ করা সম্ভব হয় । পূর্ণিমা তিথিতে স্নান-দান ও ব্রত পালন করলে দারিদ্র্য দূর হয়।

বুদ্ধ পূর্ণিমার দিনে চন্দ্রপূজা করারও বিশেষ গুরুত্ব রয়েছে। ইহার উপর যেদিন চাঁদকে দুধ, চিনি ও চাল নিবেদন করা উচিত। পূজা করার সময় জপ করা উচিত মন্ত্র, "ওম ক্লীম সোমে নমঃ"। এই প্রতিকার করলে আর্থিক অবস্থা ভালো হয়। অন্বেষণকারী ধীরে ধীরে উন্নতি করতে শুরু করবে। এর পাশাপাশি বুদ্ধ পূর্ণিমার দিনে এক
রাতে চাঁদের আলোর নিচে ১৫ মিনিট কাটাতে হবে। এটি করা শুভ বলে মনে করা হয়। 

এছাড়াও কাল সকালে উঠে গঙ্গা স্নান করলেও খুব ভালো উপকার পাওয়া যাবে ৷ সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে ৷ বুদ্ধ পূর্ণিমার দিন সাধারণ দরিদ্র মানুষকে সামর্থ্য মতো দান করতে পারেন ৷ এছাড়াও বাড়ির প্রধান দরজার সামনে সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালালে ভালো হবে ৷

আরও পড়ুন,Gold Price: ভয়ংকর অবস্থা বাজারের! সোনার দামে রাতের ঘুম উড়েছে মধ্যবিত্তের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.