আপনার দৃষ্টিশক্তি কতটা প্রখর পরীক্ষা করে নিন

অনেক সময়েই এমনটা দেখা যায়, যে চোখের সামনেই কোনও জিনিস রয়েছে, অথচ আমরা দেখতে পাচ্ছি না। বডি পেন্টিং এমন একটি জিনিস, যার মাধ্যমে আমরা চেনা জিনিসকেও চিনতে পারি না। আপনাদের মনে যদি এমন কোনও ধারণা থাকে যে, শুধুমাত্র বহুরূপীরাই নিজেদের রূপ পরিবর্তন করতে পারে, তাহলে আপনার ধারণা ভুল। গিরগিটি জাতীয় প্রাণিদের মধ্যেই শুধুমাত্র পরিবেশের সঙ্গে মানিয়ে নিজেদের রং পরিবর্তনের ক্ষমতা রয়েছে, এমনটা কিন্তু নয়। মানুষের মধ্যেও এমন কিছু শিল্পীসত্ত্বা রয়েছে, যার মাধ্যমে সে নিজেকে পরিবেশের রঙে রাঙিয়ে নিয়ে পারে।

Updated By: Aug 15, 2016, 07:12 PM IST
আপনার দৃষ্টিশক্তি কতটা প্রখর পরীক্ষা করে নিন

ওয়েব ডেস্ক: অনেক সময়েই এমনটা দেখা যায়, যে চোখের সামনেই কোনও জিনিস রয়েছে, অথচ আমরা দেখতে পাচ্ছি না। বডি পেন্টিং এমন একটি জিনিস, যার মাধ্যমে আমরা চেনা জিনিসকেও চিনতে পারি না। আপনাদের মনে যদি এমন কোনও ধারণা থাকে যে, শুধুমাত্র বহুরূপীরাই নিজেদের রূপ পরিবর্তন করতে পারে, তাহলে আপনার ধারণা ভুল। গিরগিটি জাতীয় প্রাণিদের মধ্যেই শুধুমাত্র পরিবেশের সঙ্গে মানিয়ে নিজেদের রং পরিবর্তনের ক্ষমতা রয়েছে, এমনটা কিন্তু নয়। মানুষের মধ্যেও এমন কিছু শিল্পীসত্ত্বা রয়েছে, যার মাধ্যমে সে নিজেকে পরিবেশের রঙে রাঙিয়ে নিয়ে পারে।

নিচের ছবিটি দেখে বলুন তো কোথায় মহিলাটি রয়েছেন? ঝালিয়ে নিন আপনার দৃষ্টিশক্তি কতটা প্রখর-

ছবি দেখতে ক্লিক করুন

.