চিলড ফ্রুট সালাড

গরমে ঠান্ডা থাকতে খান চিলড ফ্রুট সালাড।

Updated By: May 14, 2015, 08:59 PM IST
চিলড ফ্রুট সালাড

ওয়েব ডেস্ক: গরমে ঠান্ডা থাকতে খান চিলড ফ্রুট সালাড।

কী কী লাগবে-

আম
আপেল
কলা
আনারস
পেঁপে
আঙুর
কনডেনসড মিল্ক বা ফুল ক্রিম মিল্ক
মধু বা চিনি
ভ্যানিলা আইসক্রিম

কীভাবে বানাবেন-

সব ফল একই রকম ছোট ছোট টুকরোয় কেটে নিন। একটা বড় কাচের বাটিতে সব ফল একসঙ্গে দিয়ে কনডেনসড মিল্ক বা ফুল মিল্ক মেশান। এবারে পছন্দমতো চিনি বা মধু দিয়ে একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। খাওয়ার সময় ওপরে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে খান।

 

.