চকোলেট ট্রাইফল
আর মাত্র ১০ দিন। তারপরই ক্রিসমাস। আপনার রেসিপির সম্ভারে যোগ করুন চকোলেট ট্রাইফল।
ওয়েব ডেস্ক: আর মাত্র ১০ দিন। তারপরই ক্রিসমাস। আপনার রেসিপির সম্ভারে যোগ করুন চকোলেট ট্রাইফল।
কী কী লাগবে-
ব্রাউনি মিক্স-১ প্যাকেজ(১৯.৮ আউন্স)
ইন্সট্যান্ট চকোলেট পুডিং মিক্স-১ প্যাকেজ(৩.৯ আউন্স)
জল-১/২ কাপ
মিষ্টি কনডেন্সড মিল্ক-১ ক্যান(১৪ আউন্স)
হুইপড ক্রিম-২ ক্যান(৮ আউন্স করে)
চকোলেট ক্যান্ডি-১টা বার(১.৫ আউন্স)
কীভাবে বানাবেন-
প্যাকেজের লেখা দেখে ব্রাউনি বানিয়ে নিন। পুরো ঠান্ডা করে ১ ইঞ্চি চৌকে সাইজে কেটে টুকরো করে নিন। একটা বড় বাটিতে পুডিং মিক্স, জল, মিষ্টি কনডেন্সড মিল্ক একসঙ্গে ভাল করে ফেটিয়ে মসৃণ করে মিশিয়ে নিন। ওর মধ্যে ১ ক্যান অর্থাত্ ৮ আউন্স হুইপড ক্রিম কাঠের হাতা দিয়ে ফোল্ড করে ভাল করে মিশিয়ে নিন।
এবারে কাচের সার্ভিং ডিশে প্রথমে অর্ধেক ব্রাউনির টুকরো সাজিয়ে নিয়ে অর্ধেকটা পুডিং মিক্সের মিশ্রণ দিন। এবারে ওপরে বাকি ১ ক্যান ক্রিমের অর্ধেকটা দিন। এর ওপর আবার যথাক্রমে প্রথমে বাকি ব্রাউনির টুকরো, পুডিং মিক্সের মিশ্রণ ও বাকি ক্রিম দিন। সবথেকে ওপরে চকোলেট বার থেকে গ্রেট করে চকোলেট সাজিয়ে ফয়েল দিয়ে ডিশের মুখা ঢেকে ফ্রিজে রাখুন। অন্তত ৮ ঘণ্টা পর পরিবেশন করুন।