দুর্গাপুজো স্পেশাল: ষষ্ঠীতে ডাব-সন্দেশের শরবত
ষষ্ঠীর ভোগে রাখতে পারেন সন্দেশ, মালাইয়ের ঠান্ডা ডাব শরবত।
Updated By: Sep 30, 2014, 12:26 PM IST
ওয়েব ডেস্ক: ষষ্ঠীর ভোগে রাখতে পারেন সন্দেশ, মালাইয়ের ঠান্ডা ডাব শরবত।
কী কী লাগবে-
ডাবের জল-২ কাপ
ডাবের সাঁস
নরম পাকের সন্দেশ
তুলসী পাতা
কীভাবে বানাবেন-
তুলসী পাতা ডাবের জলে ভিজিয়ে ফ্রিজে রেখে দিন। ডাবের সাঁস ও সন্দেশ মিক্সিতে দিয়ে একসঙ্গে ভাল করে ব্লেন্ড করে নিন। গ্লাসের মধ্যে সাঁস-সন্দেশের মিশ্রণ অর্ধেকটা ঢেলে ওপরে তুলসী পাতা ভেজানো ডাবের জল ঢেলে দিন। গ্লাসের ওপর বাকি সাঁস-সন্দেশের মিশ্রণ দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।