বর্ষবরণের রাতে আড্ডা জমে উঠুক খাস্তা, মুচমুচে চিকেন পকোড়ায়

চলুন, জেনে নেওয়া যাক মুখরোচক পদের রেসিপি আর বানানোর কৌশল...

Edited By: সুদীপ দে | Updated By: Dec 31, 2019, 04:28 PM IST
বর্ষবরণের রাতে আড্ডা জমে উঠুক খাস্তা, মুচমুচে চিকেন পকোড়ায়

বছরের শেষ দিনে বিকেল থেকে একটু আড্ডা হবে না, তা-ও কি হয়! আর বর্ষবরণের আগে আড্ডা মানেই জমিয়ে খাওয়া-দাওয়া। আর বাড়িতে চা-কফির আড্ডাতে সঙ্গে মুখরোচক মুচমুচে কিছু একটা থাকলে কি চলে! আজ সন্ধের চায়ের আড্ডায় বানিয়ে ফেলুন মুচমুচে মুখরোচক চিকেন পকোড়া। এই পদটি বানানো খুবই সহজ আর খেতেও মজাদার। চলুন, জেনে নেওয়া যাক মুখরোচক পদের রেসিপি আর বানানোর কৌশল।

চিকেন পকোড়া বানাতে লাগবে:—

ছোট ছোট টুকরো করে কাটা ২ কেজি বোনলেস চিকেন (সেদ্ধ), ময়দা ও কর্নফ্লাওয়ার ৫-৬ কাপ, আধা কাপ ধনেপাতা কুচি (না দিলেও চলে), এক কাপ কাঁচা লঙ্কা বাটা, ১ চামচ চিনি, স্বাদমতো নুন, ২ চামচ গোলমরিচের গুঁড়ো, ২ চামচ সয়াসস, ৪ কাপ সাদা তেল, ৬টি ডিম।

চিকেন পকোড়া বানানোর পদ্ধতি:—

তেল ছাড়া সব উপকরণ নিয়ে তাতে জল দিয়ে গোলা তৈরি করুন। খেয়াল রাখবেন গোলা যেন খুব পাতলা বা খুব ঘন না হয়ে যায়।

এ বার গোলায় ভাল করে ডুবিয়ে চিকেনের টুকরোগুলিকে ডুবো তেলে ভাজুন।

চিকেন সবটা ভাল ভাবে ভাজা হয়ে গেলে টমেটো সস, ধনেপাতা বা পুদিনার চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন মুচমুচে মুখরোচক চিকেন পকোড়া। আড্ডার আসর জমে যাবে।

.